For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খোদ পরিবহনমন্ত্রী গড়করিই ট্রাফিক নিয়ম ভেঙে পড়লেন জরিমানার গেরোয়! পরের ঘটনা নিজেই জানালেন

গোটা দেশ জুড়ে গত ১ সেপ্টেম্বর থেকে লাগু হয়েছে মোটর ভেহিক্যালস অ্যাক্টের নতুন নিয়ম । আর সেই নতুন অনুযায়ী , এই মোটর ভেহিক্য়ালস অ্যাক্টের আওতায় গোটা দেশ জুড়ে চলছে ট্রাফিক পুলিশ কর্মীদের কড়া নজরদারি।

  • |
Google Oneindia Bengali News

গোটা দেশ জুড়ে গত ১ সেপ্টেম্বর থেকে লাগু হয়েছে মোটর ভেহিক্যালস অ্যাক্টের নতুন নিয়ম । আর সেই নতুন অনুযায়ী , এই মোটর ভেহিক্য়ালস অ্যাক্টের আওতায় গোটা দেশ জুড়ে চলছে ট্রাফিক পুলিশ কর্মীদের কড়া নজরদারি। নিয়ম ভাঙলেই বিভিন্ন জায়গায় চলছে ধরপাকড়। এরইমধ্যে নিয়মের গেরোয় পড়ে গিয়েছিলেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতীন গড়করি।

খোদ পরিবহনমন্ত্রী গড়করিই ট্রাফিক নিয়ম ভেঙেপড়লেন জরিমানার গেরোয়! তারপরের ঘটনা নিজেই জানালেন

ট্রাফিক আইন ভাঙার ঘটনা নিজের মুখেই স্বীকার করেছেন নীতীন গড়করি। ঘটনা মুম্বইয়ের বান্দ্রা -ওরলি রাস্তার। সেখানে গাড়ির নির্দিষ্ট গতি নিয়ে কিছু বিধি নিষেধ আরোপিত ছিল।তবে , কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি সেই বিধি নিষেধের নিয়ম না মেনে চলে যায়। আর নিয়ম ভাঙতেই ট্রাফিক পুলিশের খপ্পড়ে পড়ে যায় কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী নীীতিন গড়করির গাড়ি।
লাগু হয় জরিমানা।

[আরও পড়ুন: অবৈধ অভিবাসীদের দেশ থেকে বিতাড়িত করা হবে! উত্তর পূর্বে গিয়ে আশ্বস্ত করলেন অমিত শাহ][আরও পড়ুন: অবৈধ অভিবাসীদের দেশ থেকে বিতাড়িত করা হবে! উত্তর পূর্বে গিয়ে আশ্বস্ত করলেন অমিত শাহ]

এরপর সেই জরিমানা দিতেও বাধ্য হন পরিবহন মন্ত্রী। নীতীন গড়করি এই ঘটনার কথা নিজেই জানিয়েছেন। শুধু নীতীন গড়করির নামেই চালান কাটা হয়নি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশও এমন আইনের আওতায় পড়েছেন। মূলত , কেন্দ্রীয় সরকারের কড়া নির্দেশ রয়েছে যে, মোটর ভেহিক্যালস অ্যাক্টের নিয়ম যদি কেউ লঙ্ঘন করেন তাহলে তিনি যত বড় ভিভিাইপি-ই হোন না কেন, নিয়মের আওতার বাইরে কেউ যাবেন না।

 [আরও পড়ুন: দেশের অর্থনৈতিক মন্দার জন্য দায়ী চিদাম্বরম, সুইসাইড নোট লিখে আত্মঘাতী প্রাক্তন বায়ুসেনা আধিকারিক] [আরও পড়ুন: দেশের অর্থনৈতিক মন্দার জন্য দায়ী চিদাম্বরম, সুইসাইড নোট লিখে আত্মঘাতী প্রাক্তন বায়ুসেনা আধিকারিক]

English summary
Nitin Gadkari says he was fined for speeding car in Mumbai .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X