For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভা ভোটের মুখে শক্তি বাড়ল কংগ্রেসের, ঘরে ফেরা ‘সঙ্গী’কে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী

১৫ দিন আগে জনতা কংগ্রেস থেকে পদত্যাগ করেছিলেন নীতীন বনশালি। লোকসভা নির্বাচনের মুখে তিনি কংগ্রেসের হাত ধরলেন। নীতীনের যোগদানে ছত্তিশগড়ে শক্তি বাড়ল কংগ্রেসের।

  • |
Google Oneindia Bengali News

১৫ দিন আগে জনতা কংগ্রেস থেকে পদত্যাগ করেছিলেন নীতীন বনশালি। লোকসভা নির্বাচনের মুখে তিনি কংগ্রেসের হাত ধরলেন। নীতীনের যোগদানে ছত্তিশগড়ে শক্তি বাড়ল কংগ্রেসের। এবারই প্রথম ছত্তিশগড় বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে কংগ্রেস। তারপর মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের হাত থেকে এদিন জনতা কংগ্রেসের নীতীন বনশালির পতাকা তুলে নেওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ।

লোকসভা ভোটের মুখে শক্তি বাড়ল কংগ্রেসের

এদিন নীতীন বনশালীর ঘরওয়াপসির পর তাঁকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী। অজিত যোগীর সহযোগী হিসেবে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। কিন্তু লোকসভা এবং বিগত বিধানসভায় অজিত যোগীর ভূমিকা তাঁর পছন্দ হয়নি। তাই তিনি কংগ্রেসে ফিরতে মনস্থ করেন।

কংগ্রেসে ফিরেই তিনি বলেন, আমার মা কংগ্রেসী, আমার মন কংগ্রেসী, আমার জীবন কংগ্রেসে। আমার শ্বাস যতদিন আছে, আমি কংগ্রেসীই থাকব। সেই আবেগ নিয়েই আমি কংগ্রেসে ফিরলাম। ফিরে এসে যে অভ্যর্থনা পেলাম, তাতে আমি অভিভূত। আমার অনুভব হল, আমি ঘরে ফিরে এলাম।

তিনি আরও বলেন, দেশে এখন সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটেছে। তাদের থামানোর ক্ষমতা একমতা্র কংগ্রেসেরই রয়েছে। তাই এখন কংগ্রেসের হাত শক্ত করা সব থেকে জরুরি। এই রাজ্যে থেকে তাই ১১টি আসনেই কংগ্রেসকে জয়যুক্ত করতে হবে। মোদীর অপশাসন থেকে দেশকে মুক্ত করতে রাহুল গান্ধীর হাত শক্ত করতে হবে।

English summary
Nitin Banshali joins in Congress leaving Janata Congress. Chattishgarh CM Bhupesh Baghel welcomes him.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X