For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

থাকতে হবে দেশের মাটিতে! অমর্ত্য সেনকে চ্যালেঞ্জ জানিয়ে আর যা বলল মোদীর নীতি আয়োগ

ভারতের পরিকাঠামোগত সংস্কার বুঝতে অমর্ত্য সেনকে বেশ কিছুদিন দেশে সময় কাটাতে হবে। বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মন্তব্যের জেরে বিতর্ক দেখা দেয়। এরই জবাব দিলেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান।

Google Oneindia Bengali News

২০১৪ সালের পর থেকে ভারত কয়েক ধাপ পিছিয়ে গিয়েছে। বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেনের এই মন্তব্যের জেরে বিতর্ক দেখা দেয়। এরই জবাব দিলেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার। তিনি বলেন, ভারতের পরিকাঠামোগত সংস্কার বুঝতে অমর্ত্য সেনকে বেশ কিছুদিন দেশে সময় কাটাতে হবে।

থাকতে হবে দেশের মাটিতে! অমর্ত্য সেনকে এই ভাষাতেই চ্যালেঞ্জ মোদীর নীতি আয়োগের

সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার বলেছেন, আসল অবস্থা বুঝতে দেশের মাটিতে থাকতে হবে অধ্যাপক অমর্ত্য সেনকে। তারপরেই বিষয়টি সম্পর্কে বলা সম্ভব হবে শেষ চারবছরে মোদী সরকার কী কাজ করেছে।

ভারতের অর্থনীতি এবং পরিচ্ছন্নতা নিয়ে এর আগের কোন চার বছরে এত কাজ হয়েছে, তা দেখানোর জন্য নোবেল জয়ী অর্থনীবিদকে চ্যালেঞ্জ জানিয়েছেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান। তাঁর দাবি, পরিকাঠামোগত সংস্কারের ফলে কোন প্রকল্পের উপকার সর্বশেষ মানুষের কাছেও পৌঁছে গিয়েছে মোদীর চার বছরের শাসনে। যদি এই বিষয়গুলি অধ্যাপক সেনের কাছে পরিষ্কার না নয়, তাহলে দেশেই তাকে কিছু সময় কাটানো উচিত।

মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার ক্ষমতায় এসেছে ২০১৪-র মে মাসে। আর নীতি আয়োগ গঠনের পর থেকে তার চেয়ারম্যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানের বক্তব্যে যে প্রধানমন্ত্রীর শিলমোহর রয়েছে, তা বলেই দেওয়া যায়।

খারাপের অবস্থানের নিরিখে ভারতের স্থান দ্বিতীয়। এবিষয়ে পাকিস্তানের পরেই রয়েছে ভারত। মন্তব্য করেছিলেন অমর্ত্য সেন।

English summary
Niti Aayog Vice Chairman Challenges Amartya Sen on Development in India under Modi Regime
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X