For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মেন্টর ইন্ডিয়া ইনিশিয়েটিভ' এর মাধ্যমে যুবসমাজের কাছে নতুন দিগন্ত খুলে দিতে চাইছে নীতি আয়োগ

অটল ইনোভেশন মিশনের মাধ্যমে নীতি আয়োগ সংস্থা সারা দেশে উদ্ভাবন শক্তি ও শিল্পদ্যোগী মানসিকতাকে তুলে আনার চেষ্টা করছে।

  • |
Google Oneindia Bengali News

নীতি আয়োগ 'মেন্টর ইন্ডিয়া ক্যাম্পেন' চালু করেছে। এর মাধ্যমে দেশের বিভিন্ন ক্ষেত্রের নেতৃত্বকে ছাত্র-যুবদের পথপ্রদর্শক হিসাবে সামনে আনা হবে। 'অটল টিঙ্কারিং ল্যাবস' এর ভাবনাকে ছড়িয়ে দিতেই এটি অনুঘটকের কাজ করবে। নীতি আয়োগ এমন নেতৃত্বকেই খুঁজে বের করছে যারা সপ্তাহে ১-২ ঘণ্টা সময় বের করে ছাত্রদের শেখাতে পারবে। নিজেদের অভিজ্ঞতা, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা ভাগ করে নিতে পারবে।

'মেন্টর ইন্ডিয়া ইনিশিয়েটিভ' যুবসমাজের কাছে এক নতুন দিগন্ত

অটল ইনোভেশন মিশনের মাধ্যমে নীতি আয়োগ সংস্থা সারা দেশে উদ্ভাবন শক্তি ও শিল্পদ্যোগী মানসিকতাকে তুলে আনার চেষ্টা করছে। ইকোসিস্টেম সম্পর্কিত উদ্ভাবনাকে জাগিয়ে তোলা ও দেশে শিল্পদ্যোগী পরিবেশ তৈরি করাই এই মিশনের প্রধান উদ্দেশ্য।

পড়াশোনা, গবেষণা, শিল্পদ্যোগ সম্পর্কিত উদ্ভাবনকে সামনে তুলে আনা, তার প্রচার করার সুযোগ দেওয়া এই মিশনের প্রধান উদ্দেশ্য। আসলে সারা ভারতে উদ্ভাবনের সংষ্কৃতির ভাবনার প্রসার করতেই এই মিশন গঠিত হয়েছে। বিশেষ করে প্রযুক্তিগত ক্ষেত্রকে এখানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

আগ্রহীরা এই মিশনের ভাগীদার হতে চাইলে আবেদন করতে পারেন। আবেদন করতে হবে Atal Innovation Mission (AIM) এই লিঙ্কে ক্লিক করে। শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৭।

English summary
Niti Aayog invites application for 'Mentor India' initiative, Atal Innovation Mission (AIM)
Read in English: 'Mentor India' initiative
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X