For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সহযোগিতা ও প্রতিযোগিতামূলক ফেডেরালিজমের পক্ষে সওয়াল, নীতি আয়োগের বৈঠকে মোদী

নীতি আয়োগ গভর্নিং কাউন্সিলের চতুর্থ বৈঠকে প্রধানমন্ত্রী মোদী বললেন এটি একই সঙ্গে সহযোগিতামূলক এবং প্রতিযোগিতামূলক ফেডেরালিজম-এর মনোভাবে কাজ করে।

Google Oneindia Bengali News

নীতি আয়োগ গভর্নিং কাউন্সিলের সৌজন্যে সরকার চালানোর জটিল বিষয়গুলি এখন 'টিম ইন্ডিয়া' হিসেবে মোকাবিলা করা হয়। রবিবার নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দাবিই করলেন। প্রধানমন্ত্রী বলেন, এই কাউন্সিল একই সঙ্গে সহযোগিতামূলক এবং প্রতিযোগিতামূলক ফেডেরালিজম-এর মনোভাবে কাজ করে।

নীতি আয়োগের সভায় কী বললেন মোদী

বক্তব্যের সমর্থনে তিনি বলেন জিএসটির কথা। জানান, এই নয়া কর ব্যবস্থা সারা ভারতে মসৃণভাবে প্রযুক্ত হয়েছে। এটাই বলে দেয় নীতি আয়োগ কিভাবে কাজ করে। এদিন নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের চতুর্থ বৈঠক ছিল। একমাত্র দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ছাড়া বাকি সব রাজ্যের মুখ্যমন্ত্রীই উপস্থিত ছিলেন এদিনের বৈঠকে।

প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, ভারতের সামর্থ্য, ক্ষমতা, এবং সম্পদের অভাব নেই। বর্তমান আর্থিক বছরে, কেন্দ্র থেকে রাজ্যগুলি ১১ লক্ষ কোটি টাকা সাহায্য পাচ্ছে। আগের সরকারের শেষ বছরে এই সাহাযের পরিমাণ যা ছিল তার চেয়ে প্রায় ৬ লক্ষ কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে। সেইসঙ্গে বন্যাগ্রস্ত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের মোদী জানান, পরিস্থিতির মোকাবিলা করার জন্য কেন্দ্র থেকে তাদের সব রকমের সহায়তা দেওয়া হবে।

এদিন বৈঠকের আগে এক বিবৃতি দিয়ে বলা হয়, কৃষকদের আয়ের দ্বিগুণ করা এবং ফ্ল্যাগশিপ স্কিমগুলির অগ্রগতির লক্ষ্যে নেওয়া পদক্ষেপগুলি-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। উন্নয়ন বিষয়ক প্রকল্প 'নিউ ইন্ডিয়া ২০২২' নিয়েও সভায় আলোচনা হতে পারে বলেও জানানো হয়।

নীতি আয়োগের সভায় কী বললেন মোদী

এদিকে এদিনের বৈঠকের আগে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে নিয়ে একপ্রস্থ নাটক হয়। অরবিন্দ কেজরিওয়াল গত সাতদিন ধরে ক্যাবিনেটের তিন মন্ত্রীকে নিয়ে ধর্ণায় বসেছেন দিল্লির লেফট্যানেন্ট গভর্নরের বাড়ির সামনে। এদিন দিল্লি গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, কেরলের মুখ্যমন্ত্রী বিজয়ন ও কর্মাটকে র মুখ্যমন্ত্রী কুমারস্বামী দেখা করতে চান। কিন্তু তাঁদের দেখা করার অনুমতি দেওয়া হয়নি। এনিয়ে তাঁরা বলেন, কেন্দ্রীয় সরকার দেশের 'ফেডেরাল কাঠামোকে ধ্বংস করছে'।

English summary
In the fourth meeting of the Niti Aayog Governing Council, Prime Minister Modi said that it functions in the spirit of cooperative and competitive federalism.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X