For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'জেহাদিরা যেন পড়ুয়াদের সঙ্গে মিশে না যায় ,সতর্ক হতে হবে ', জামিয়া নিয়ে বক্তব্য নির্মলা সীতারমনের

দিল্লিতে মধ্যরাতে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশ -ছাত্র খণ্ডযুদ্ধে রীতিমতো তোলপাড় গোটা দেশ। নাগরিকত্ব সংশোধনী ইস্যুতে রবিবার সন্ধ্যে থেকেই অগ্নিগর্ভ পরিস্থিতি উঠে আসে দিল্লিতে।

  • |
Google Oneindia Bengali News

দিল্লিতে মধ্যরাতে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশ -ছাত্র খণ্ডযুদ্ধে রীতিমতো তোলপাড় গোটা দেশ। নাগরিকত্ব সংশোধনী ইস্যুতে রবিবার সন্ধ্যে থেকেই অগ্নিগর্ভ পরিস্থিতি উঠে আসে দিল্লিতে। যার জেরে জামিয়ে বিশ্ববিদ্যালয়ের ৫০ জন ছাত্রকে গ্রেফতার করা হয়। পুলিশের তরফে সংঘর্ষ ঘিরে ২ টি মামলা দায়ের করা হয়েছে। যে ঘটনার প্রতিবাদে নেমেছেন দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও। সেই জওহরলাল বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তন ছাত্রী তথা বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন দিল্লির ঘটনা নিয়ে মুখ খুললেন।

 দিল্লিকাণ্ড নিয়ে মুখ খুললেন নির্মলা

দিল্লিকাণ্ড নিয়ে মুখ খুললেন নির্মলা

এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, 'আমি জানিনা জামিয়াতে গত রাতে কী ঘটেছে। তবে জেহাদি, মাওবাদী, বিচ্ছিন্নতাবাদীরা যেন পড়ুয়াদের মধ্যে না ঢুকে যায় তা নিয়ে সতর্ক থাকতে হবে।'

কংগ্রেসের বিরুদ্ধে তোপ

কংগ্রেসের বিরুদ্ধে তোপ

এদিন নির্মলা সীতারমন তাঁর সাংবাদিক বৈঠকে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন। তিনি বলেন, কংগ্রেস সিএএ ইস্যুতে
গোটা দেশে আগুন লাগাচ্ছে। তিনি বলেন, নগরিকত্ব বিল নিয়ে কংগ্রেসের বর্তমান অবস্থান তাদের অবসাদকেই প্রকাশ করছে।

শিক্ষা প্রতিষ্ঠানে ধুন্ধুমার পরিস্থিতি

শিক্ষা প্রতিষ্ঠানে ধুন্ধুমার পরিস্থিতি

রাজধানী দিল্লির বুকে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশ-পড়ুয়া খণ্ডযুদ্ধের পর থেকে দেশের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ক্রমাগত ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে। আলিগড় বিশ্ববিদ্যালয়, লখনউয়ের নওয়াদা কলেজ সহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে এদিন সকাল থেকে পড়ুয়াদের বিক্ষোভ দেখা যায়।

মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে হাইকোর্টে দায়ের মামলামেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে হাইকোর্টে দায়ের মামলা

English summary
Nirmala Sitharaman says, We Must Be Wary Of 'Jihadists' Getting Into Student Protests.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X