For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএমএফ প্রবৃদ্ধির হার কমলেও অন্য সুর অর্থমন্ত্রীর গলায়

এখনও ভারত বিশ্বের দ্রুততম আর্থনৈতিক বৃদ্ধি করা দেশ। ফের একই দাবি করলেন কেন্দরীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। প্রসঙ্গত, মঙ্গলবার আইএমএফ ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাসকে ৯০ বেসিক পয়েন্ট কমিয়ে ৬.১ শতাংশ কর

Google Oneindia Bengali News

এখনও ভারত বিশ্বের দ্রুততম আর্থনৈতিক বৃদ্ধি করা দেশ। ফের একই দাবি করলেন কেন্দরীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। প্রসঙ্গত, মঙ্গলবার আইএমএফ ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাসকে ৯০ বেসিক পয়েন্ট কমিয়ে ৬.১ শতাংশ করেছে। এটি সাত মাসে দ্বিতীয় দফা যেখানে বৃদ্ধির হার নিম্নগামী। এর জেরে ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাসের ক্ষেত্রে মোট ১২০ বেস পয়েন্ট হ্রাস হয়েছে। এরপরই বিরোধীদের তোপের মুখে পড়ে সরকার। তবে নিম্নমুখি অর্থনীতি সংক্রান্ত সব স্তরের প্রতিক্রিয়াকে অগ্রাহ্য করে ফের ভারতীয় অর্থনীতি সঠিক পথে রয়েছে বলে মন্তব্য করেন সীতারমন।

দীর্ঘমেয়াদের বৃদ্ধির উপর নজর দিক ভারত

দীর্ঘমেয়াদের বৃদ্ধির উপর নজর দিক ভারত

আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ বলে, ভারত যদিও বা তার অর্থনীতির মৌলিক বিষয়গুলিতে ভালো কাজ করেছে, তবে দীর্ঘমেয়াদের বৃদ্ধির পরিচালনা সহ বেশ কিছু সমস্যা রয়েছে দেশে, সেগুলির সমাধান করা দরকার। এই বিষয়ে ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিভা বলেন, "ভারতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দীর্ঘমেয়াদের বৃদ্ধির উদ্দেশ্যে কাজ করা। ভারতে মানব মূল ধনে বিনিয়োগ করাই এখন প্রথম অগ্রাধিকার। কাজের জগতে মহিলাদের আরও বেশি করে যুক্ত করতে হবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতে খুব মেধাবী মহিলারা আছেন, তবে তাঁরা বাড়িতে থাকেন, তাঁদের শ্রমশক্তিকে কাজে লাগাতে হবে।"

এখনই চিনের সঙ্গে তুলনায় নারাজ অর্থমন্ত্রী

এখনই চিনের সঙ্গে তুলনায় নারাজ অর্থমন্ত্রী

আইএমএফ ও বিশ্ব ব্যঙ্কের বার্ষিক সভায় যোগ দিতে ওয়াশিংটনে আছেন অর্থমন্ত্রী। সেখানেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতের অর্থনীতির পরিচালনা নিয়ে মন্তব্য করেন। তবে ভারতের অর্থনীতি দিকনির্দেশনা নিয়ে ভালো কথা বললেও এখনই চিনের সঙ্গে ভারতের তুলনা টানতে নারাজ নির্মলা। অবশ্য আইএমএফ-এর প্রস্তাবিত রিপোর্টে ভারতের পাশাপাশি চিনের আর্থিক প্রবৃদ্ধির হারও ৬.১ শতাংশে ধার্য করা হয়েছে।

ভারত এখনও বিশ্বের দ্রুততম আর্থিক বৃদ্ধি করা দেশ

ভারত এখনও বিশ্বের দ্রুততম আর্থিক বৃদ্ধি করা দেশ

ওয়াশিংটনে নির্মলা বলেন, "আইএমএফ তাদের সদ্য প্রকাশিত পূর্বাভাসে বিশ্বের সব বড় বড় দেশগুলির অর্থনৈতিক প্রবৃদ্ধির হারকেই নামিয়েছে। সেই মত ভারতের প্রবৃদ্ধি হারেও হ্রাসের পূর্বাভাস দিয়েছে তারা। তবে তা সত্তেও ভারত বিশ্বের দ্রুততম আর্থনৈতিক বৃদ্ধি করা দেশ। অবশ্যই আমার ইচ্ছা ভারতের প্রবৃদ্ধির হার আরও দ্রুত এগিয়ে যাক। আমি সেই লক্ষ্যে সবরকম পদক্ষেপ নিতে প্রস্তুত।"

 অর্থমন্ত্রীর দাবির বিপরীতধর্মী রিপোর্ট রিজার্ভ ব্যাঙ্কের

অর্থমন্ত্রীর দাবির বিপরীতধর্মী রিপোর্ট রিজার্ভ ব্যাঙ্কের

এদিকে নির্মলা যাই বলুক, গতকাল প্রকাশ পাওয়া রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্ট অন্য কথা বলছে। রিজার্ভ ব্যাঙ্কের সম্প্রতি প্রকাশিত তথ্যে প্রকাশ্যে এসেছে গত দুবছরে দেশের প্রায় সব ব্যাঙ্কের আর্থিক বৃদ্ধি কমেছে। ব্যাঙ্কের উপর ঋণের বোঝা চেপেছে প্রায় ৮.৮ শতাংশ। যা ভয়ঙ্কর রকমের বেশি বলে দাবি করেছেন অর্থনীতিবিদরা। পাশাপাশি ঘাটতি দেখা দিয়েছে মূলধনের ক্ষেত্রে। এদিকে অনাদায়ী ঋণ ফেরানো তো দূরের কথা এখনও একাধিক ব্যাঙ্কে প্রায় ৩৭,০০০ কোটি টাকা অনাদায়ী ঋণ জমে গিয়েছে। ব্যাঙ্কগুলির হাল ফেরাতে প্রায় ৫ বার রেপোরেট কমিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। তারপরেও অবস্থার কোনও পরিবর্তন চোখে পড়ছে না।

English summary
Nirmala Sitharaman Said That India Still the fastest growing economy sidelining IMF Report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X