For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউনের ভারতকে আর্থিক দিক দিয়ে চাঙ্গা করতে এনবিএফসি নিয়ে বড় ঘোষণা নির্মলার

লকডাউনের ভারতকে আর্থিক দিক দিয়ে চাঙ্গা করতে নির্মলার ৪৫ হাজার কোটির বড় ঘোষণা

  • |
Google Oneindia Bengali News

নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কম্পানিগুলির জন্যও বিশেষ আর্থিক প্যাকেজ আজ ঘোষণা করেছেন নির্মলা সীতারমন। উল্লেখ্য, দেশের অর্থমন্ত্রী এদিন ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা করতে দ্বিতীয় আর্থিক প্যাকেজের ঘোষণা করেন। লকডাউনে ধুঁকে পড়া ভারতীয় অর্থনীতির জন্য তিনি বিভিন্ন দিকের সঙ্গে এনবিএফসি নিয়েও বড় ঘোষণা করেন।

 ৪৫ হাজার কোটির ঘোষণা

৪৫ হাজার কোটির ঘোষণা

৪৫ হাজার কোটি টাকার বড় ঘোষণা এদিন নির্মলা সীতারমন করেন। নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কম্পানিগুলিকে ৪৫ হাজার কোটি টাকার লিকুইড অর্থ যোগান দেওয়ার কথা তিনি জানান।

 সরকারি স্কিমে সহায়তা কাদের?

সরকারি স্কিমে সহায়তা কাদের?

সরকারি এই স্কিমে সহায়তা পাবে এনবিএফসি ছাড়াও, হাউসিং ফিনান্স কম্পানি,মাইক্রোফিনান্স কম্পানিগুলি। এর জেরে টলমল অর্থনীতিতে ফিনান্স কম্পানিগুলি র জমি শক্ত হবে বলে মনে করা হচ্ছে।

এমএসএমই নিয়ে বড় ঘোষণা

এমএসএমই নিয়ে বড় ঘোষণা

এদিন এমএসএমই-র সংজ্ঞাও বদলের ঘওষণা করা হয় কেন্দ্রের তরফে। এদিন অর্থমন্ত্রী সীতারমন বলেন, '১ কোটির বিনিয়োগ ও ৫ কোটির ব্যবসা করা এমএসএমইকে মাইক্রো, ১০ কোটির বিনিয়োগ ও ৫০ কোটির ব্যবসা করাকে মধ্যম ও ২০ কোটির বিনিয়োগ ১০০ কোটি পর্যন্ত টার্নওভারের সংস্থাকে পুরনো ব্র্যাকেটেই রাখা হচ্ছে। তবে সংস্থাকে বড় করে তোলার চেষ্টা হয়েছে।'

 ইপিএফও নিয়ে বড় বার্তা

ইপিএফও নিয়ে বড় বার্তা

এদিন সাফ বার্তায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়ে দেন যে এবার থেকে টিডিএস ২৫ শতাংশ কাটা হবে। অন্যদিকে, এম্প্লইজ প্রভিডেন্ট ফান্ড থেকে কর্মীদের অবদান কমিয়ে দেওয়ার ঘোষণা তিনি করেছেন। এতে কর্মীদের হাতে বেতনের বড় অংশ আসবে ।

বাংলার অধিকাংশ জেলা নিয়ে করোনার কোন সতর্কবার্তা দিচ্ছে সমীক্ষা বাংলার অধিকাংশ জেলা নিয়ে করোনার কোন সতর্কবার্তা দিচ্ছে সমীক্ষা

English summary
Nirmala Sitharaman's economic package, she announces Rs 45 thousand crore liquidity infusion for NBFCs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X