For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পেট্রোল, ডিজেলের মতো পণ্য নিয়ে জিএসটি কাউন্সিল কী ভাবছে, অর্থমন্ত্রী দিলেন গুরুত্বপূর্ণ বার্তা

পেট্রোল, ডিজেলের মতো পণ্য জিএসটি কাউন্সিলে প্রবেশ নিয়ে অর্থমন্ত্রীর গুরুত্বপূর্ণ বার্তা

  • |
Google Oneindia Bengali News

পেট্রোল ও ডিজেলের দাম ক্রমাগতভাবে বাড়তে শুরু করেছে। আর নির্বাচনের আগে এই দামের আধিক্য বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির কাছে একটি বড় হাতিয়ার। এদিকে , পেট্রোল, ডিজেলের মতো জ্বালানির দাম বাড়ায় উদ্বেগে রয়েছে সাধারণ মানুষ। এমন অবস্থাতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দিলেন বড় বার্তা।

 অর্থমন্ত্রী ও জিএসটি

অর্থমন্ত্রী ও জিএসটি

এদিকে, জিএসটি কাউন্সিলের মধ্যে বহুদিন ধরেই পেট্রোল , ডিজেল সহ একাধিক অপরিশোধিত তেলের মতো পণ্যকে অন্তর্ভূক্ত করা হবে বলে শোনা যাচ্ছিল। শোনা গিয়েছিল এই বিষয়ে প্রস্তাব এসেছে কাউন্সিলের কাছে। এই নিয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী একটি সম্ভাবনার বার্তা দিয়েছিলেন। এরপর কেন্দ্রীয় অর্থমন্ত্রী কার্যত সেই সম্ভাবনাকে আপাতত উড়িয়ে দিলেন।

 জিএসটি ঘিরে কোন সম্ভাবনা?

জিএসটি ঘিরে কোন সম্ভাবনা?

আপাতত অপরিশোধিত তেল ,পেট্রোল, ডিজেল জিএসটি কাউন্সিলের আওতায় প্রবেশ করা নিয়ে কোনও প্রস্তাব আসেনি। এমনই বার্তা অর্থমন্ত্রীর। নির্মলা সীতারমন এদিন বলেন, 'উপযুক্ত সময়ে' এই জ্বালানিকে অন্তর্ভূক্ত করা হবে। এর আগে ২০১৭ সালে,অপরিশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস, ডিজেল, অ্যাভিয়েশন টার্বাইন, পেট্রোলের মতো পণ্যকে আপাতত সামনে আসতে চলা জিএসটির তালিকায় রাখা হয়নি।

 জ্বালানির দাম বৃদ্ধি

জ্বালানির দাম বৃদ্ধি

প্রসঙ্গত, জ্বালানির দাম দেশ জুড়ে ক্রমাগত বাড়তে শুরু করেছে। এতে, মূল দামের সঙ্গে কেন্দ্রীয় সরকারের লেভি, রাজ্যসরকারের ভ্যাট সহ একাধিক শুল্ক যোগ হয়ে , তা বড়সড় আকার নিচ্ছে। তেলের দাম যেমন বেড়েছে , তেমনই শুল্ক না কমায় তা মধ্যবিত্তের নাভিশ্বাস বাড়িয়েছে।

 জিএসটি নিয়ে সাম্প্রতিক তথ্য

জিএসটি নিয়ে সাম্প্রতিক তথ্য

এদিন সংসদে একটি প্রশ্নের লিখিত উত্তরে নির্মলা সীতারমন জানিয়েছেন, এখনও পর্যন্ত জিএসটি কাউন্সিলে , যারমধ্যে রাজ্যগুলিও রয়েছে, সেখানে নতুন করে জিএসটি তালিকায় পণ্যের নাম ঢোকানো নিয়ে রেকমেন্ডেশন এখনও পর্যন্ত আসেনি।

 ফের কি নোট বাতিলের পথে মোদী সরকার, ২০০০ টাকার নোট নিয়ে কেন্দ্রের পদক্ষেপে জল্পনা ফের কি নোট বাতিলের পথে মোদী সরকার, ২০০০ টাকার নোট নিয়ে কেন্দ্রের পদক্ষেপে জল্পনা

English summary
Nirmala Sitharaman in Lok Sabha says GST Council May Consider Inclusion of Petrol, Diesel At An 'Appropriate Time
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X