For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফোর্বসের ক্ষমতাশালী ১০০ জন মহিলাদের তালিকায় নাম রয়েছে নির্মলা সীতারমনের

ফোর্বসের ক্ষমতাশালী ১০০ জন মহিলাদের তালিকায় নাম রয়েছে নির্মলা সীতারমনের

Google Oneindia Bengali News

ফোর্বসের ১০০ জন সবচেয়ে ক্ষমতাশীল মহিলাদের তালিকায় নাম রয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের। সীতারমন ছাড়াও এই তালিকায় জায়গা করে নিয়েছেন এইচসিএল সিইও–এক্সিকিউটিভ ডিরেক্টর রোশনি নাদার মালহোত্রা এবং বায়োকনের কর্ণধার কিরণ মজুমদার–শ।

ফোর্বসের ক্ষমতাশালী ১০০ জন মহিলাদের তালিকায় নাম রয়েছে নির্মলা সীতারমনের


২০১৯ সালের ফোর্বসের একশোজন ক্ষমতাশীল মহিলাদের তালিকার শীর্ষে রয়েছেন জার্মান চান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। এরপরের স্থানে রয়েছেন ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাঙ্কের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড ও তৃতীয় স্থানে ইউএস হাউসের স্পিকার ন্যান্সি পেলোসি। এই তালিকার ২৯ নম্বর স্থানে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। ফোর্বসের পক্ষ থেকে বলা হয়েছে, '‌এ বছর সারা বিশ্বজুড়ে মহিলারা নেতৃত্ব, ব্যবসা, মিডিয়া ও মানবপ্রীতিতে অংশ নিয়ে এক অনন্য নজির গড়েছে। এদেরকে সম্মান জ্ঞাপন করে ফোর্বস নিজেকে ধন্য মনে করেছে।’ ফোর্বসের তালিকায় নতুন নাম হিসাবে যোগ হয়েছে সীতারমন। তিনি ৩৪ নম্বর স্থানে রয়েছেন। যিনি ভারতের প্রথম মহিলা অর্থমন্ত্রী। তিনি এর আগে প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্বে ছিলেন। অর্থমন্ত্রকের পূর্ণ দায়িত্ব এই প্রথম কোনও মহিলার হাতে দেওয়া হয়েছে। এর আগে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে অতিরিক্ত দায়িত্ব হিসাবে অন্ত্রমন্ত্রক দেওয়া হয়েছিল। ‌

এইচসিএল সংস্থার সিইও নাদার মালহোত্রা ফোর্বসের ৫৪তম স্থানে রয়েছে। ৮.‌‌৯ বিলিয়ন ডলার প্রযুক্তি সংস্থার সমস্ত কৌশলগত সিদ্ধান্ত তিনি নেন। মালহোত্রা সংস্থার সিএসআর কমিটির চেয়ারপার্সন ও শিব নাদার ফাউন্ডেশনের ট্রাস্টও। ভারতের বেশ কিছু শীর্ষস্থানে থাকা স্কুল–কলেজের প্রতিষ্ঠাতা এই শিব নাদার ফাউন্ডেশন। তালিকায় ৬৫ তম স্থানে থাকা মজুমদার–শ হলেন ভারতের সবচেয়ে ধনী স্ব–প্রতিষ্ঠিত নারী এবং তিনি ১৯৭৮ সালে দেশের বৃহত্তম বায়োফার্মাসিউটিক্যাল ফার্ম বায়োকন প্রতিষ্ঠা করেন। এঁরা ছাড়াও তালিকায় নাম রয়েছে আইবিএম সিইও গিন্নি রোমেট্টি (‌৯)‌, ফেসবুক কু শ্যারাল স্যান্ডবার্গ (‌১৮)‌, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাকিন্ডা আর্ডান (‌৩৮)‌, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ও তাঁর পরামর্শদাতা ইভাঙ্কা ট্রাম্প (‌৪২)‌, টেনিস তারকা সেরিনা উইলিয়ামস (‌৮১)‌ সহ অন্য মহিলাদের নাম।

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে নেওয়া হতে চলেছে রাজীব গান্ধীর নাম বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে নেওয়া হতে চলেছে রাজীব গান্ধীর নাম

English summary
Nirmala Sitharaman, a newcomer on the Forbes most powerful women list, is ranked 34th. India's first female finance minister, Sitharaman has also served as the country's defence minister
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X