For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি দেখার ক্ষমতা আছে পিএমও-র, রাফালে বিতর্ক-এ বললেন নির্মলা

মন্ত্রক ঠিক ঠাক করে কাজ করছে কি না বা কোনও কাজে মন্ত্রক কতটা অগ্রসর হয়েছে- এ সমস্তই নজর করার অধিকার প্রধানমন্ত্রীর দফতরের আছে। এটা কখনই মন্ত্রকের কাজে হস্তক্ষেপ করা নয়।

  • By Oneindia Staff
  • |
Google Oneindia Bengali News

মন্ত্রক ঠিক ঠাক করে কাজ করছে কি না বা কোনও কাজে মন্ত্রক কতটা অগ্রসর হয়েছে- এ সমস্তই নজর করার অধিকার প্রধানমন্ত্রীর দফতরের আছে। এটা কখনই মন্ত্রকের কাজে হস্তক্ষেপ করা নয়। দ্ব্যর্থহীন ভাষায় এটা জানিয়ে দিলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন। রাফালে নিয়ে ফাঁস হওয়া 'ডিসেন্ট নোট' নিয়ে কথা বলতে গিয়ে এই দাবি করেন প্রতিরক্ষামন্ত্রী। তাঁর মতে, 'প্রতিরক্ষা মন্ত্রক প্যারালাল নেগোসিয়েশন-এ আপত্তি জানিয়েছিল। কারণ সে সময় রাফালে চুক্তি নিয়ে ফরাসী সরকারের সঙ্গে যাবতীয় সমঝোতার কাজটা করছিল প্রধানমন্ত্রীর দফতর বা পিএমও।' নির্মলার দাবি, পিএমও-র অধিকার আছে কাজের অগ্রগতি খতিয়ে দেখার।

ফের মোদীর দফতরের ঢাল হয়ে দাঁড়ালেন নির্মলা

সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে নির্মলা বলেন, 'পিএমও একটা লেজিটিমেট সংস্থা হিসাবে মন্ত্রকের কাজকর্মের অগ্রগতি যদি খতিয়ে দেখে তাহলে সেটাকে হস্তক্ষেপ বলে প্রতিপন্ন করা যায় না। সমস্ত মন্ত্রকের শীর্ষে হচ্ছেন প্রধানমন্ত্রী। সুতরাং তিনি যদি কোন কাজের অগ্রগতি খতিয়ে দেখতে চান তাহলেও তা হস্তক্ষেপ হতে পারে না।'

এই প্রসঙ্গেই ইউপিএ জামানার জাতীয় উপদেষ্টা পর্ষদের নাম টানেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি প্রশ্ন তুলে বলেন সনিয়া গান্ধীর নেতৃত্বাধীন জাতীয় উপদেষ্টা পর্ষদ বা এনসিএ কি পিএমও-র কাজে হস্তক্ষেপ করত না? এই এনএসি কোনও সাংবিধানিক সংস্থাও ছিল না বলে দাবি করেন নির্মলা।

এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যেভাবে 'চোর' বলে সম্বোধন করা হচ্ছে তাতেও রাহুল গান্ধীর বিরুদ্ধে তোপ দাগেন নির্মলা। তিনি বলেন, 'প্রধানমন্ত্রীকে চোর বলার মতো মানসিক জোর তিনি পান কী করে, যেখানে তিনি নিজেই দুর্নীতি অভিযুক্ত হয়ে জামিনে বাইরে আছেন। এমনকী তাঁর মা ও জামাই-ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। তিনি এগুলোর আগে জবাব দিন।'

এই প্রসঙ্গেই 'ডিসেন্ট নোট'-এর কিছু অংশ সংবাদপত্রে প্রকাশ হওয়া নিয়েও কংগ্রেসকে কড়া আক্রমণ করেন নির্মলা সীতারামন। তাঁর মতে, যে সংবাদপত্র ডিসেন্ট নোট-এর মাত্র ৫ নোটিং প্রকাশ করেছে তারা তাদের পুরো কাজ করেনি। এই ঘটনায় এখন পর্যন্ত যেটুকু প্রকাশ করা হয়েছে তাতে এই কেসে আরও কিছু যে বাকি আছে তা বোঝাই যাচ্ছে। অন্তত প্রতিবেদন ছাপানো সংবাদপত্রটি বলতে পারত যে তারা এই প্রসঙ্গে মন্ত্রকের প্রতিক্রিয়া পাওয়ার চেষ্টা করেছিল কিন্তু তা পাওয়া যায়নি। নির্মলা সীতারামনের অভিযোগ, এই ধরনের অর্ধসমাপ্ত খবর পড়িয়ে পাঠককে বিভ্রান্ত করার চেষ্টা চলছে।'

প্রতিরক্ষামন্ত্রী এই প্রসঙ্গে উত্তর দিতে গিয়ে আরও বলেছেন যে, 'পুরো বিযয়টি পর্যালোচনা করে মনে হচ্ছে কিছু জন নিজেদের জন্য এগুলি করছেন অথবা এই বিষয়ে হয়তো কোনও কর্পোরেট যুদ্ধ চলছে।'

English summary
PMO's monitoring of progress can not be constructed as interference, says Nirmala Sitharaman, the Defense Minister, in an interview to ANI.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X