For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পরিকাঠামো খাতে আগামী ৫ বছরের জন্য ১০২ লক্ষ কোটি টাকার প্রকল্পের ঘোষণা অর্থমন্ত্রীর

Google Oneindia Bengali News

আগামী ৫ বছরের জন্য ১০২ লক্ষ কোটি টাকার প্রকল্পের পরিকল্পনার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। পরিকাঠামো খাতকে আরও চাঙ্গা করে তুলতেই এই ঘোষণা বলে মত অর্থনীতিবিদদের।

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি

আজ এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য পেশ করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, 'স্বাধীনতা দিবসের ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন যে দেশে পরিকাঠামো খাতে ১০০ লক্ষ কোটি টাকার প্রকল্প হবে দেশে। সেই মতোই সরকার এই ১০২ লক্ষ কোটি টাকার প্রকল্পের ঘোষণা করল।'

অর্থমন্ত্রীর ঘোষণা

অর্থমন্ত্রীর ঘোষণা

অর্থমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরই সরকার একটি টাস্কফোর্স গঠন করেছিল এই বিষয়ে। তারা সব দিক খতিয়ে দেখে ও দেশের ৭০টি সংস্থার সঙ্গে কথা বলে মোট ১০২ লক্ষ কোটি টাকার পরিকাঠামোগত প্রকল্প শনাক্ত করতে পেরেছে। পাশাপাশি তিনি আরও জানান, আরও তিন লক্ষ কোটি টাকার প্রকল্প শনাক্তের কাজ জারি আছে। তা সম্পন্ন হলে সেটিও এই পরিকল্পনার সঙ্গে যুক্ত করা হবে।

কোন খাতে কত বিনিয়োগ?

কোন খাতে কত বিনিয়োগ?

গত ছয় বছরে এই সরকার পরিকাঠামোগত ক্ষেত্রে ইতিমধ্যেই ৫২ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করেছে সরকার। এদিকে অর্থমন্ত্রী জানান, নতুন যেই পাইপলাইন প্রকল্পের পরিকল্পনার কথা বলা হয়েছে, তাতে ৩৯ শতাংশ করে বিনিয়োগ করবে কেন্দ্র ও রাজ্য। বাকি ২২ শতাংশ বিনিয়োগ থাকবে প্রাইভেট সেক্টরের পক্ষ থেকে। এছাড়া ২৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগ হবে শক্তি সঞ্চার প্রকল্পে। ২০ লক্ষ কোটি টাকার প্রকল্প হবে রাস্তা তৈরির ক্ষেত্রে। পাশাপাশি ১৪ লক্ষ কোটি টাকার কাজ হবে রেলের ক্ষেত্রে।

English summary
Nirmala Sitharaman declares ₹102 lakh crore worth infra projects for next 5 years
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X