For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘‌জিরো সাম বাজেট’‌ টুইটে গর্জে উঠলেন নির্মলা সীতারমন, রাহুল গান্ধীকে মোক্ষম জবাব অর্থমন্ত্রীর

রাহুল গান্ধীকে আক্রমণ নির্মলা সীতারমনের

Google Oneindia Bengali News

মঙ্গলবার ২০২২–২৩ সালের কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তবে এই বাজেট না পসন্দ হয়েছে কংগ্রেসের। টুইটারে সেই ক্ষোভ উগরে দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এরপরই কংগ্রেস সাংসদের '‌জিরো সাম বাজেট’‌ মন্তব্যকে কটাক্ষ করে নির্মলা সীতারমন জানিয়েছেন, '‌এমন সাংসদ যিনি উত্তরপ্রদেশ ছেড়ে পালিয়েছেন’‌ তাঁকে অবশ্যই বুঝতে হবে বাজেটে কী বলা হয়েছে।

‘‌জিরো সাম বাজেট’‌ টুইটে গর্জে উঠলেন নির্মলা সীতারমন, রাহুল গান্ধীকে মোক্ষম জবাব অর্থমন্ত্রীর


নির্মলা সীতারমন কংগ্রেস নেতাকে আক্রমণ করে বলেন, '‌আমি চাই সবচেয়ে পুরনো রাজনৈতিক দলের নেতা হিসেবে রাহুল গান্ধী অনুগ্রহ করে বুঝুন বাজেটে কী বলা হচ্ছে। যুব, কৃষক সহ যে যে ক্ষেত্রের নাম তিনি নিয়েছেন, আমি বারংবার উল্লেখ করতে চাইয়ে কোথায় কী কী লাভ তাঁরা পাবেন। যাঁরা দ্রুত প্রতিক্রিয়া দেম, দ্রুত বুঝতে চান আমি তাঁদের উত্তর দিতে প্রস্তুত কিন্তু আপনি যা খুশি টুইটারে লিখে দিলেন, এটা কোনওভাবেই সাহায্য করবে না।’‌ সীতারমন আরও বলেন, '‌গত পাঁচ বছরে তারা যে ভঙ্গুর অর্থনীতি ছেড়ে দিয়ে গিয়েছে এবং আরও ২–৩ বছরের অর্থনীতি এবং মহামারির কারণে ধাক্কা খাওয়ার পর প্রায় প্রতিটি সেক্টরে সরকারের উদ্দীপনা সহায়তার পরে উন্নতি হচ্ছে।’‌

রাহুল গান্ধীকে খোঁচা মেরে অর্থমন্ত্রী এও বলেন, '‌কোনও কারণ ছাড়া মন্তব্য করা, আমার সেই দলের প্রতি দুঃখ হয় যার নেতা কোনও চিন্তা ছাড়া মন্তব্য করেন। অর্থমন্ত্রী এও বলেন, '‌রাহুল গান্ধী আমাদের সম্পর্কে যাই মন্তব্য করুক না কেন...প্রথমত অন্তত যে রাজ্যগুলিতে কংগ্রেস সরকার এখনও আছে, হয়তো ২–৩টি রাজ্য, সেখানে সঠিকভাবে তাদের পারফর্ম করা উচিত। কর্মসংস্থানের সমস্যা কি পাঞ্জাবে নেই? মহারাষ্ট্রে কৃষকরা আত্মহত্যার চেষ্টা করছে না?‌ রাহুল গান্ধী কি এটা বন্ধ করতে সক্ষম?‌ তাই, কোনো ইস্যুতে কথা বলার আগে, প্রথমে তাদের উচিত তাদের শাসিত রাজ্য যেমন পাঞ্জাব, মহারাষ্ট্র এবং ছত্তিসগড় সেখানে সঠিকভাবে সব ইস্যু নিয়ে পরিচালনা হোক এবং তারপর মন্তব্য করুক।’‌ অর্থমন্ত্রী আরও বলেন, '‌সমালোচনা হিসাবে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য আসছে। আমি সমালোচনা গ্রহণ করব তবে তা এমন কোনও ব্যক্তির থেকে নয় যে তাঁর হোমওয়ার্ক করে আসেননি।’‌

প্রসঙ্গত, মঙ্গলবারের বাজেট নিয়ে মোটেও খুশি নয় কংগ্রেস। কংগ্রেসের দাবি, মধ্যবিত্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা এই বাজেট। মধ্যবিত্ত ও বেতনভুকদের জন্য কোনও আশার কথা নেই বলে টুইট করে দাবি রাহুল গান্ধীর। একেবারে তালিকা ধরে তিনি এই বাজেটের সমালোচনা করেছেন। টুইটে রাহুল গান্ধী লিখেছেন, '‌মোদী সরকারের জিরো সাম বাজেট! বেতনভুক শ্রেণি, মধ্যবিত্ত, গরিব ও বঞ্চিত, যুব সমাজ, কৃষক ও ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগীদের জন্য কিছু নেই। কার্যত মধ্যবিত্ত, গরিব মানুষ যে হতাশ এই বাজেটে সেটাই তুলে ধরে খোঁচা দিয়েছেন রাহুল গান্ধী।’‌

English summary
nirmala sitharaman attack to rahul gandhi for his zero sum budget comment
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X