For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতকে আত্মনির্ভর গড়ে তুলতে ৭ মোক্ষম দাওয়াই, ২০ লক্ষ কোটির ব্যাখ্যায় ঘোষণা নির্মলার

ভারতকে আত্মনির্ভর গড়ে তুলতে ৭ দাওয়াই, ২০ লক্ষ কোটির ব্যাখ্যায় ঘোষণা নির্মলার

Google Oneindia Bengali News

করোনা লকডাউনে দেশের অর্থনীতির হাল ফেরাতে এবং দেশকে আত্মনির্ভর করে গড়ে তুলতে সাত দফা দাওয়াই দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। রবিবার তিনি সাত দফা দাওয়াইয়ে মোট সাতটি সেক্টরে মনোনিবেশ করলেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, সাতটি খাতে অর্থনৈতিক তৎপরতা বৃদ্ধির জন্য সরকার গৃহীত পদক্ষেপ নিয়েছ।

সাত দাওয়াই কোন কোন ক্ষেত্রে

সাত দাওয়াই কোন কোন ক্ষেত্রে

করোনা লকডাউন পরিস্থিতিতে মোট সাত দফা পদক্ষেপ নেওয়া হয়েছে যে সাতটি ক্ষেত্রে, তা হল- মনরেগা, স্বাস্থ্যসেবা, শিক্ষা, ব্যবসায়িক স্বাচ্ছন্দ্য, পিএসইউ সম্পর্কিত নীতিমালা, রাজ্য সরকার এবং রাজ্য সরকার সম্পর্কিত সংস্থানসমূহের দিকে। অর্থমন্ত্রী এই সাতটি ক্ষেত্রে স্বনির্ভরতার বার্তা দিয়েছেন।

রাজ্যগুলির জন্য আশাব্যাঞ্জক পদক্ষেপ

রাজ্যগুলির জন্য আশাব্যাঞ্জক পদক্ষেপ

অর্থমন্ত্রীর এদিন দেশের করোনভাইরাস সঙ্কটের বিরুদ্ধে লড়াইয়ে সরকারের ২০ লক্ষ কোটি টাকার অর্থনৈতিক উদ্দীপনা প্যাকেজের পঞ্চম এবং চূড়ান্ত দফার ব্যাখ্যা করেন। সেখানে পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে রাজ্যগুলির জন্য আশাব্যাঞ্জক বেশ কয়েকটি পদক্ষেপ নেন অর্থমন্ত্রী।

রাজ্যগুলিকে ঋণ প্রদান

রাজ্যগুলিকে ঋণ প্রদান

রাজ্যগুলির জন্য ঋণের সীমা মোট তিন শতাংশ থেকে বাড়িয়ে পাঁচ শতাংশে উন্নীত করা হয়েছে। এর ফেল রাজ্যগুলি ৪.২৮ লক্ষ কোটি টাকার অতিরিক্ত ঋণ নিতে পারবে। যার মধ্যে ৩.৫ শতাংশ শর্তহীন, ১.৫ শতাংশ শর্ত সাপেক্ষে ঋণ গ্রহণ করতে হবে রাজ্যগুলিকে। এমনই ঘোষণা করেন অর্থমন্ত্রী।

ঋণ সীমা বৃদ্ধি জিডিপির ভিত্তিতে

ঋণ সীমা বৃদ্ধি জিডিপির ভিত্তিতে

রাজ্যগুলি এখনও পর্যন্ত তাদের সীমাবদ্ধতার মাত্র ১৪ শতাংশ ঋণ নিয়েছে। সীমাবদ্ধতার ৮৬ শতাংশ অব্যবহৃত রয়েছে। অর্থমন্ত্রী রবিবার ঘোষণা করেন, কেন্দ্র রাজ্যগুলির ঋণ-সীমা ২০২০-২১ এর জন্য গ্রস স্টেট ডমেস্টিক প্রোডাক্টের বা জিএসডিপি-র ভিত্তিতে পাঁচ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

পরিযায়ী শ্রমিকদের একশো দিনের কাজে

পরিযায়ী শ্রমিকদের একশো দিনের কাজে

অর্থমন্ত্রী এদিন পরিযায়ী শ্রমিকদের কর্মের দিশা দেখিয়ে ঘোষণা করেন, মনরেগা বা একশো দিনের প্রকল্পে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্য নেওয়া হয়েছে। মনরেগা আওতায় অতিরিক্ত ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ করছে কেন্দ্রীয় সরকার। এর ফলে ৩০০ কোটি নতুন কর্মদিবস তৈরি হবে বলে জানালেন নির্মলা সীতারমন।

শিক্ষায় অনলাইনে ব্যবস্থা

শিক্ষায় অনলাইনে ব্যবস্থা

এছাড়া ওয়ান নেশন ওয়ান ডিজিটাল প্ল্যাটফর্ম ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। তিনি শিক্ষাক্ষেত্রেও ই-পাঠশালায় গুরুত্বের কথা ঘোষণা করেন। শিক্ষাক্ষেত্রে অনলাই শিক্ষার ক্লাস শুরু হয়েছে ইতিমধ্যেই। ডিটিএইচ পরিষেবার মাধ্যমে এই পরিষেবা প্রদান করা হচ্ছে। রেডিও মাধ্যমেও ক্লাস হবে। ওয়ান ক্লাস ওয়ান চ্যানেল শুরু হতে চলেছে রাজ্যে। ৩০ মে-র মধ্যে শীর্ষস্থানীয় ১০০টি বিশ্ববিদ্যালয়কে অনলাইন কোর্স শুরু করার অনুমতি দেওয়া হবে।

কর্পোরেট আইন প্রসঙ্গে

কর্পোরেট আইন প্রসঙ্গে

এদিন কর্পোরেট আইনেও পরিবর্তনের কথা জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, বেসরকারি সংস্থাগুলির জন্য সমস্ত দ্বার উন্মুক্ত। পাবলিক সেক্টরগুলিকেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। যেসব প্রাইভেট সংস্থাগুলি স্টক এক্সচেঞ্জগুলিতে এনসিডি তালিকাবদ্ধ, তাদের সরকারি তালিকাভুক্ত সংস্থা হিসাবে নিবন্ধিত করা হবে না। ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে দেউলিয়া ঘোষণায় সময় বৃদ্ধি করা হচ্ছে।

স্বাস্থ্য খাতে পদক্ষেপ

স্বাস্থ্য খাতে পদক্ষেপ

স্বাস্থ্য সংস্কারেও উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতে জনসাধারণের ব্যয়বরাদ্দ বাড়ানো হচ্ছে। সমস্ত ব্লকের সংক্রামক রোগের হাসপাতাল তৈরি হবে। এই ঘোষণা করেন অর্থমন্ত্রী। তিনি জানান, ৫১ লক্ষ পিপিই কিট তৈরি করা হয়েছে এবং তা সরবরাহ করা হয়েছে। দেশে ৩০০-র বেশি পিপিই তৈরির সংস্থা গড়ে উঠেছে। এটা একটা ইতিবাচক পদক্ষেপ।

'ড্রামাবাজ' রাহুল! পরিযায়ী শ্রমিক ইস্যুতে কংগ্রেস নেতাকে জোড়া ফলার আক্রমণ নির্মলা-স্মৃতির 'ড্রামাবাজ' রাহুল! পরিযায়ী শ্রমিক ইস্যুতে কংগ্রেস নেতাকে জোড়া ফলার আক্রমণ নির্মলা-স্মৃতির

English summary
Nirmala Sitharaman announces seven steps to boost up Indian economy. She gives explanation of 20 lac crore economy package for self dependent India in corona situation,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X