For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘বাতাসে অক্সিজেন কমছে মানুষ শ্বাস নেওয়ায়’! এমনই হাজারো ট্রোলে বিড়ম্বনায় অর্থমন্ত্রী নির্মলা

এক মন্তব্য, হাজারো ট্রোল। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর একটি মন্তব্যকে নিয়ে তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কটাক্ষের বন্যা বইছে প্রতিনিয়ত।

  • |
Google Oneindia Bengali News

এক মন্তব্য, হাজারো ট্রোল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের একটি মন্তব্যকে নিয়ে তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কটাক্ষের বন্যা বইছে প্রতিনিয়ত। মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছিলেন, অ্যাপ নির্ভর ক্যাব পরিষেবা ওলা-উবেরের জন্যই অটোমোবাইল শিল্পে মন্দা। তারপরই ট্রোলের বন্যা বইতে শুরু করে।

এক মন্তব্যে, হাজারো ট্রোল! বিড়ম্বনায় ওষ্ঠাগত নির্মলা

নির্মলা সীতারমনকে হেয় করে সম্প্রতি একটি টুইট করা হয়েছে। সেখানে রামদেবের প্রাণায়ামের ছবি দিয়ে লেখা হয়েছে- বাতাসে অক্সিজেন কমে যাচ্ছে, সকালে মানুষ অক্সিজেন গ্রহণ করছে। তিনি অটো মোবাইলের মন্দার জন্য ওলা-উবারকে দায়ী করার সঙ্গে বাতাসে অক্সিজেন কমার উদাহরণ টেনেছেন।

আবার কেউ লিখেছেন, লোকে এখন বেশি পানিপুরি খেতে পছন্দ করছে, তাই আর ভেলপুরির কদর নেই। ভেলপুরিটাই উঠে যেতে বসেছে। মোট কথা, নির্মলা সীতারমনের অর্থনীতিতে মন্দার কারণ নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে নাজেহাল হতে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের ধাক্কায়।

নির্মলা বলেছিলেন, দু-বছর আগে পর্যন্ত অটোমোবাইল সেক্টরে বিক্রিবাটা ভালোই চলছিল। স্টেজ ফাইভ যানবাহন আসার পরই প্রভাবিত হতে শুরু করে অটোমাবাইল শিল্প। ওলা-উবারের মতো যানবাহন চলে আসা যুব সম্প্রদায়ের মনোভাবের পরিবর্তন ঘটে। গাড়ি কিনে ইএমআইয়ের ঝক্কিতে না গিয়ে অ্যাপ নির্ভর ক্যাবের উপরই নির্ভরতা বাড়াতে থাকে তাঁরা। তার প্রভাব পড়ে অটোমোবাইলে।

এরপরই নির্মলা সীতারমনকে নিয়ে ট্রোলের প্রদর্শনী শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় যুব সম্প্রদায় নেমে পড়েন খিল্লি করতে। একজন লেখেন, এবার হয়তো আন্টি তাঁর বক্তব্যের সমর্থনে বলবেন- 'আমি অটো রিক্সার কথা বলছিলাম অটো সেক্টর নয়। আবার কেউ টুইট করেন, তিনি বলার পরে এখন অটোমোবাইল কেনার থেকে মানুষ ওলা বা উবারকে পছন্দ করবেন।

কেউ কেউ আবার সব ছেড়ে মোদীকে নিয়ে পড়েন। মোদীকে নিশানা করে টুইটে লেখেন- গ্রেট চয়েস, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অর্থমন্ত্রী হিসেবে এমন একজনকে বেছে নিয়েছেন, হাস্যকর। আবার কেউ কটাক্ষ করে টুইট করেন- নির্মলা সীতারমনের আইডিয়া ভারতীয় অর্থনীতিকে বহুদূর নিয়ে যাবে!

এমন হাজারো টুইট বন্যা বইতে থাকে দ্বিতীয় মোদী সরকারের নয়া অর্থমন্ত্রীর বক্তব্যের পর। শিম্পাঞ্জি থেকে শুরু করে বিল ও হিলারি ক্লিনটনের ছবি, ট্রাকের ছবি দিয়েও ট্রোলড করা হয়। যত সময় যাচ্ছে ট্রোলের বান ধেয়ে আসছে। নিত্যনতুন আইডিয়ায় সীতারমনকে বিঁধছেন নেটিজেনরা।

English summary
Nirmala Sitaraman is faced big trouble being trolled for her Automobile remarks. One does tweet, Oxygen crisis as millennials inhale more air?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X