For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার প্ররোচনায় নরসংহারের রূপ নিতে পারে তৃণমূল! কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি নির্মলার

বাংলার মুখ্যমন্ত্রী ভোট শুরুর দিন থেকে হুঙ্কার দিচ্ছেন, তাই ভোট শেষ হওয়ার পর রাজ্যে নরসংহার রূপ ধরতে পারে তৃণমূল। নির্মলা সীতারমনের ভোট শেষের দিন এই আশঙ্কা প্রকাশ করেছেন।

Google Oneindia Bengali News

বাংলার মুখ্যমন্ত্রী ভোট শুরুর দিন থেকে হুঙ্কার দিচ্ছেন, তাই ভোট শেষ হওয়ার পর রাজ্যে নরসংহার রূপ ধরতে পারে তৃণমূল। সেই কারণে নির্বাচনী আদর্শ আচরণবিধি লাগু থাকা পর্যন্ত পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি তুলল বিজেপি। বিজেপি নেত্রী তথা প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমনের ভোট শেষের দিন এই আশঙ্কা প্রকাশ করেছেন।

মমতার কথায় নরসংহারের রূপ নিতে পারে তৃণমূল! কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি নির্মলার

রবিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী বলেন, বাংলায় মোট ৯টি আসনে ভোটগ্রহণ চলছে। তার মধ্যে ছ-টি আসন থেকে হিংসার খবর আসছে। এমনকী প্রার্থীদের উপরও হামলা করা হচ্ছে। প্রকাশ্যে ভোটারদের আটকানো তো হচ্ছেই, বোমাবাজি, ইটবৃষ্টিতে অগ্নিগর্ভ এলাকা।

এখানেই শেষ নয়, নির্মলা সীতারমণের আশঙ্কা ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পর এই পরিস্থিতি জারি থাকতে পারে। তৃণমূল ব্যাপকভাবে গন্ডগোল করতে পারে বলে আশঙ্কা তাঁর। মমতা বন্দ্যোপাধ্যায়ের উসকানিতে নরসংহার রূপ ধারণ করতে পারে তৃণমূল। তাই সাবধাননা অবলম্বন করা জরুরি। নির্মলা বলেন, আমরা মনে করি, আদর্শ আচরণবিধি লাগু থাকা পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হোক।

উল্লেখ্য, ভোট প্রচারে বেরিয়ে বাসন্তীর জনসভায় মমতা হুঙ্কার ছাড়েন, যা দেখিয়েছেন, তা আয়নায় দেখানোর। তিনি বলেনস অনেক অপমান করেছে। সরকার চালাতে দেয়নি। তাই শুধু বদল নয়, ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে প্ররোচনামূলক ভাষণ বলে ব্যাখ্যা করে আগাম সতর্কতা স্বরূপ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার দাবি জানান প্রতিরক্ষামন্ত্রী।

English summary
Nirmala Sitaraman claims central force deployed in West Bengal after vote. She says CM Mamata Banerjee provoked workers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X