For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভুরি ভুরি মিথ্যে কথা বলছে বিনয়, নির্ভয়া মামলায় কোর্টে দাবি তিহার জেল কর্তৃপক্ষের

বিনয়ের শারীরিক অবস্থা পরীক্ষা এবং তার চিকিৎসার আবেদন খারিজ করে দিল দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট। আদালতে তিহার জেল কর্তৃপক্ষ জানিয়েছে ভুরি ভুরি মিথ্যে কথা বলছেন বিনয়।

Google Oneindia Bengali News

বিনয়ের শারীরিক অবস্থা পরীক্ষা এবং তার চিকিৎসার আবেদন খারিজ করে দিল দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট। আদালতে তিহার জেল কর্তৃপক্ষ জানিয়েছে ভুরি ভুরি মিথ্যে কথা বলছেন বিনয়। কোনও রকম মানসিক অবস্থার অবনতি হয়নি তার। তারপরেই আদালত বিনয়ের চিকিৎসার আবেদন খারিজ করে দেয়।

 মিথ্যে বলছে বিনয়

মিথ্যে বলছে বিনয়

নির্ভয়া মামলায় অন্যতম দোষী বিনয়ের শারীরিক অবস্থার কোনও অবনতি হয়নি। ভুল বকছেন, নিজেকে আঘাত করছেন। কাউকে চিন্তের পারছেন না বলে আদালতে তাঁর আইনজীবী যা জানিয়েছেন তা একেবারেই মিথ্যে বলে জানিয়েছে তিহার জেল কর্তৃপক্ষ। সরকার পক্ষের আইনজীবী শনিবার আদালতকে জানিয়েছেন, ব্যারাকের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে তিনি ইচ্ছাকৃতভাবে নিজেকে আঘাত করেছেন। আদালতে সেই সিসিটিভি ফুটেজও জমা দিয়েছে জেল কর্তৃপক্ষ। জেলের চিকিৎসকরা তাঁর শারিরীক পরীক্ষা করেছেন। কোনএ রকম মানসিক রোগে তিনি আক্রান্ত নন।

 অসুস্থ বিনয় দাবি আইনজীবীর

অসুস্থ বিনয় দাবি আইনজীবীর

মানসিক রোগে ভুগছেন নির্ভয়াকাণ্ডের দোষী বিনয় শর্মা। আদালতে এমনই দাবি জানিয়েছিলেন তাঁর আইনজীবী। বিনয় নিজের মা এবং আইনজীবীকেও চিনতে পারছেন না বলে আদালতে দাবি করা হয়েছিল। তাঁর মাথায় এবং ডান হাতে গভীর ক্ষত রয়েছে। নিজের মনেই ভুল বকছেন বলেও দাবি করা হয়েছিল আদালত। গত ১৬ ফেব্রুয়ারি বিনয়ের আইনজীবীর এই আবেদনের পরেই বিচারক জেল কর্তৃপক্ষের কাছে জবাব তলব করেন।

 ফাঁসিতে দেরি

ফাঁসিতে দেরি

নির্ভয়ার দোষীদের একের পর এক আবেদনের কারণেই ফাঁসিতে দেরি হচ্ছে বলে অভিযোগ করেছেন নির্যাতিতার মা। এদিকে নতুন করে নির্ভয়ার দোষীদের মৃত্যু পরোয়ানা জারি করা হয়েছে। ৩ মার্চ ভোর ৬টার সময় ফাঁসি দেওয়ার নির্দেশিকা জারি করা হয়েছে।

English summary
Nirbhya convicts told all lie in court claim Tihar Jail authority
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X