For Quick Alerts
For Daily Alerts
ফাঁসির কয়েক ঘণ্টা আগে ফের আদালতের দ্বারস্থ নির্ভয়ার দোষীরা
ফাঁসি হতে আর কয়েক ঘণ্টা বাকি তার মধ্যেই ফের স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে নির্ভয়ার তিন দোষী। আর কিছুক্ষণের মধ্যে দিল্লি কোর্টে সেই আবেদনের শুনানি হওয়ার কথা। দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে আবেদনের শুনানি হওয়ার কথা।

আজ বিকেলেই নির্ভয়ার দোষীর করা আবেদন খারিজ করে দেয় পাটিয়ালা হাউস কোর্ট। তারপরেই আদালত চত্ত্বে কান্নায় ভেঙে পড়েন নির্ভয়ার দোষী অক্ষয় কুমার সিংয়ের স্ত্রী। আত্মঘাতী হওয়ার হুমকিও দেন তিনি। এদিকে তিহার জেরে আগামিকাল নির্ভয়ার চার দোষীর ফাঁসির সাজা কার্যকর করার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
শেষ মুহূর্তে ফের ফাঁসির সাজায় স্থগিতাদেশ চেয়ে আবেদন জানায় নির্ভয়ার তিন দোষী। তাতে পরিস্থিতি আরও উত্তেজনা পূর্ণ হয়ে উঠেছে। তিহার জেলের নিরাপত্তা জোরদার করা হয়েছে। আসামিদের উপর নজরদারিও বাড়ানো হয়েছে।