For Quick Alerts
For Daily Alerts
এই শহরটিতে এবার থেকে কার্যকরী হল 'নির্ভয়া স্কোয়াড'
মহিলা নিরাপত্তায় উত্তরপ্রদেশ, গুজরাতে 'অ্যান্টি রোমিও' স্কোয়াডের খবর আগেই এসেছে। এবার রাজস্থানের আলওয়াড়ে মহিলাদের নিরাপত্তা দিতে তৈরি হল 'নির্ভয়া স্কোয়াড'।

এই স্কোয়াডের আওতায় মহিলা পুলিশ কর্মীদের স্কুটার দেওয়া হয়েছে। যাতে তাঁরা শহরের বিভিন্ন জায়গায় মহিলা নিরাপত্তায় টহলদারী চালাতে পারেন। এর আগে আলওয়াড় পুলিশর তরফে এই ধরনের কর্ম উদ্যোগ আগেও নেওয়া হয়েছে।
এই স্কোয়াডের দ্বারা এবার থেকে এলাকারল স্কুল , কলেজগুলির ওপর নজরদারি চালানো শুরু হবে। যাতে ইভ টিজিং-এর মতো ঘটনা রোখা যায়। এই কাজের জন্য মহিলা পুলিশ বিভাগের একটি দল নির্দিষ্ট করে তাকে ৬টি বিভাগে ভাগ করা হয়েছে।