For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আমার মেয়ের নাড়ি ভুঁড়ি যখন বার করা হচ্ছিল কোথায় ছিল মানবাধিকার!' নির্ভয়ার মায়ের প্রশ্ন

'আমার মেয়ের নাড়ি ভুঁড়ি যখন বার করা হচ্ছিল কোথায় ছিল মানবাধিকার!' নির্ভয়ার মায়ের প্রশ্ন ক্ষামভিক্ষার আর্জি ঘিরে

  • |
Google Oneindia Bengali News

২০১২ নির্ভয়া গণধর্ষণ কাণ্ডে দোষীদের ক্ষমাভিক্ষা ঘিরে ইতিমধ্যেই পরিস্থিতি সরগরম হতে শুরু করেছে। দোষী বিন. কুমার ক্ষমা ভিক্ষার আর্জি জানিয়েও তা পরে তুলে নেয়। এরপর ধর্ষক অক্ষয় সিং ফের একবার প্রাণদণ্ড থেকে মুক্তি চেয়ে ক্ষমাভিক্ষার আর্জি জানিয়েছে রাষ্ট্রপতির কাছে। আর এই ক্ষমাভিক্ষার আর্জি ঘিরেই এবার কাতর আর্তনাদে ফেটে পড়েছেন নিগৃহীতার মা।

নির্ভয়ার মায়ের বক্তব্য

নির্ভয়ার মায়ের বক্তব্য

২০১২ সালে দিল্লির রাস্তায় বীভৎস গণধর্ষণের ক্ষত এখনও বুকে নিয়ে রয়েছে দেশ। সেই ঘটনা ঘিরে ইতিমধ্যেই দোষীদের মৃত্যুদণ্ড দেওয়া হবে কি না তা নিয়ে চড়ছে জল্পনা। দোষীদের মৃত্যুদণ্ড নিয়ে উঠছে মানবাধিকার লঙ্ঘনের মতো ইস্যুও। আর সেই প্রসঙ্গ তুলে নির্ভয়ার মা বলেছেন, 'ওদের (দোষীদের) সমস্ত স্বাধীনতা রয়েছে, আর আমাদের মানবাধিকারের যুক্তি দেখানো হচ্ছে !'

নির্ভয়ার মায়ের দাবি

নির্ভয়ার মায়ের দাবি

নির্ভয়ার মা এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে দাবি তোলেন নির্ভয়ার নারকীয় গণধর্ষণের দিন অর্থাৎল১৬ ডিসেম্বরই ফাঁসির সাজা দেওয়া হোক ৪ দোষীদের। তাঁর প্রশ্ন, 'কেন শুধু অত্যাচারিতার পরিবারকেই আইন দেখানো হবে?'

'আমার মেয়ের নাড়ি ভুঁড়ি যেদিন বার করা হয় ..'

'আমার মেয়ের নাড়ি ভুঁড়ি যেদিন বার করা হয় ..'


২০১২ সালের ১৬ ডিসেম্বরের রাতে দিল্লির রাস্তায় একটি বাসে ২৩ বছরের তরুণী নির্ভয়ার ওপর নারকীয় অত্যাচার করে ৬ জন। সেদিন তরুণীর গোপনাঙ্গে লোহার রড ঢুকিয়ে নারকীয় অত্যাচার চালানো হয়। আর সেই প্রসঙ্গ তুলে নির্ভয়ার মা বলেন ' যেদিন আমার মেয়ের নাড়িভুঁড়ি বার করে দিচ্ছিল ওরা (দোষীরা) কোথায় ছিল মানবাধিকার।'

English summary
Nirbhaya Rape case, Now Mother of the Victim slams Human Rights activists .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X