For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্ভয়া কাণ্ড: দোষীদের ফাঁসির সাজা নিয়ে রাজনৈতিক মহলে কী প্রতিক্রিয়া

টানা সাত বছর। মেয়ে হারানোর যন্ত্রণার মাঝেই নির্ভয়ার মা বুক বেঁধে লড়াই চালিয়েছিলেন আইনি পথে। ১৬ ডিসেম্বর ২০১২ সালে দিল্লির রাস্তায় নির্মমভাবে ধর্ষণ করা হয়েছিল নির্ভয়াকে।

  • |
Google Oneindia Bengali News

টানা সাত বছর। মেয়ে হারানোর যন্ত্রণার মাঝেই নির্ভয়ার মা বুক বেঁধে লড়াই চালিয়েছিলেন আইনি পথে। ১৬ ডিসেম্বর ২০১২ সালে দিল্লির রাস্তায় নির্মমভাবে ধর্ষণ করা হয়েছিল নির্ভয়াকে। এরপর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে জীবনযুদ্ধে হেরে যান নির্ভয়া। কিন্তু আইনি লড়াই ছাড়েনি তাঁর পরিবার। আর সেই দীর্ঘ আইনি লড়াইয়ের পর এদিন দোষীদের ফাঁসির সাজা শুনিয়ে দেয় দিল্লির আদালত। এই রায় সামনে আসতেই রাজনৈতিক নেতারা প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন।

 অরবিন্দ কেজরিওয়াল

অরবিন্দ কেজরিওয়াল

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, এই রায় একটা বড় শিক্ষা। 'যারাই মহিলাদের বিব্রত করবে একটা শিক্ষা পাবে। নির্ভয়ার অভিভাবক সহ অনেকেই এই রায়ের জন্য অপেক্ষা করছিলেন। ন্যায় হয়েছে। আর রাজ্যসরকার ঠিক করেছে দিল্লি জুড়ে বিভিন্ন জায়গায় মহিলাদের নিরাপত্তার জন্য আলো লাগানো হবে।'

প্রকাশ জাভড়েকর

কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, নির্ভয়া ন্যায় পেয়েছেন। আর এই রায় মহিলাদের আরও বেশি শক্তি জোগাবে। বিচার ব্যবস্থায় মানুষের আস্থা বাড়বে।

গৌতম গম্ভীর

বিজেপি সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর বিষয়টি নিয়ে একটি টুইট করেছেন। সেখানে লেখা রয়েছে যে , 'ভারতের মেয়ে' এই রায়ে 'ন্যায় ' পেলেন।

কমলেশ ধান্দা

হরিয়ানায় মহিলাদের উপর অত্যাচারের ঘটনা প্রায় ঘটেছে গত কয়েক বছরে। সেখানের নারী কল্যাণ মন্ত্রী জগদীপ ধান্দাও আদালতের এই রায়কে স্বাগত জানান। তিনি বলেন, হরিয়ানায় ১২ বছরের নিচের বালিকাদের এমন নির্যাতনে দোষীর ফাঁসির সাজাই হয়।

কিষেণ রেড্ডি

দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী কিষেণ রেড্ডি জানিয়েছেন, বহু বছর ধরে ন্যায় পাওয়ার অপেক্ষা এতদিনে শেষ হল। ফাঁসির সাজা নিয়ে কথা নয়, আসল বার্তা হল এমন অপরাধের জন্য 'জিরো টলারেন্স' রাখা হবে।

English summary
Nirbhaya covicts death penalty: Political leaders welcome decision .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X