For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্ভয়া গণধর্ষণকাণ্ড: দোষী বিনয় জেলের ভিতরে কী ঘটাতে যাচ্ছিল! চাঞ্চল্য তিহারে

  • |
Google Oneindia Bengali News

২০১২ সালের নির্ভয়া গণধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত বিনয় শর্মা সহ ৪ দোষীকে ফাঁসির সাজা ইতিমধ্যেই শুনিয়ে দিয়েছে আদালত। দীর্ঘ টালবাহানার পর ৩ মার্চ বিনয়দের ফাঁসির সাজা কার্যকরী করার দিনক্ষণ ঠিক হয়েছে। আর আদালতের তরফে এই শুনানির পর তিহার জেলে বিনয় শর্মাকে ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য।

 জেলের অন্দরে কী ঘটাচ্ছিল বিনয়?

জেলের অন্দরে কী ঘটাচ্ছিল বিনয়?

তিহার জেলের অন্দরে নিজেকে আঘাত করার চেষ্টা করছিল ধর্ষণে দোষী সাব্যস্ত হওয়া বিনয়। জানা যায়, আচমকাই দেওয়ালে মাথা ঠুকতে শুরু করে বিনয়। এমন অবস্থায় বিনয়কে চটজলদি ধরে ফেলেন জেলে কর্মরত পুলিশকর্মীরা। সূত্রের খবর এই ঘটনা ১৬ ফেব্রুয়ারির।

বিনয়কে নিয়ে দুই তরফে দুই ধরনের বক্তব্য

বিনয়কে নিয়ে দুই তরফে দুই ধরনের বক্তব্য

এর আগে, বিনয়ের ফাঁসির সাজা নিয়ে তিহার কর্তৃপক্ষের বিরুদ্ধে তোপ দেগেছিলেন বিনয়ের আইনজীবী। তাঁর দাবি ছিল, বিনয়কে জেলের অন্দরে মারধর করা হচ্ছে। এদিকে, সেই দাবি নস্যাৎ করে তিহার জানিয়েছে, জেলের ভিতরে বিনয় নিজেই নিজেকে আঘাত করার চেষ্টা করে। যার জেরে কিছু অল্প আঘাত তার লেগেছে।

নির্ভয়া গণধর্ষণ মামলা এ পর্যন্ত

নির্ভয়া গণধর্ষণ মামলা এ পর্যন্ত

গত ৭ বছরেরও বেশি সময় ধরে চলে আসছে নির্ভয়া গণধর্ষণ মামলা। আর তার দোষীদের ফাঁসির সাজা কার্যকরী করার জন্য এর আগে ২২ জানুয়ারির দিনটি ধার্য হয়। এরপর আইনি জটিলতায় তা গড়ায় ১ ফেব্রুয়ারিতে। তারপরেও জটিলতা থাকায় শেষমেশ ৩ মার্চ ভোর ৬ টায় দোষীদের ফাঁসির সাজা কার্যকরী করার কথা জানিয়েছে আদালত।

 বিনয় শর্মা ও মুকেশের দাবি

বিনয় শর্মা ও মুকেশের দাবি


বিনয় শর্মার আইনজীবী আদালতে জানিয়েছেন যে, এর আগে জেলের অন্দরে অনশনে ছিল বিনয়। এর আগে মুকেশের আইজীবীর তরফে জানানো হয়েছে যে, নির্ভয়া কাণ্ডে দোষী সাব্যবস্ত মুকেশকে জেলের অন্দরে যৌন নির্যাতন করা হয়। যে অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল।

English summary
Nirbhaya gangrape case death convict Vinay Sharma attempts to hurt himself .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X