For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নীরব মোদীকে ভারতে ফেরানো নিয়ে রায় ব্রিটিশ আদালতের, কী জানালেন ম্যাজিস্ট্রেট?

Google Oneindia Bengali News

নীরব মোদীকে ভারতে ফেরানো হবে কিনা তা নিয়ে আজ রায় দিল ওয়েস্টমিনস্টারের ম্যাজিস্ট্রেট আদালত। দক্ষিণ-পশ্চিম লন্ডনের ওয়ান্ডসওয়ার্থের জেল থেকে ভিডিও কনফারেন্সে শুনানি শুনে হয়ত মন ভেঙে যায় নীরবের। কারণ আদালত এদিন জানিয়ে দেয়, নীরবকে ভারতে ফেরানো নিয়ে ব্রিটিশ সরকারের কোনও আপত্তি নেই। কারণ তারা ভাবে ভারতে নীরব সঠিক বিচার পাবেন।

নীরব মোদীকে ভারতে ফেরানো নিয়ে রায় ব্রিটিশ আদালতের, কী জানালেন ম্যাজিস্ট্রেট?

এদিনের নীরবের আবেদন খারিজ করে দিয়ে ব্রিটেনের আদালত তাঁর ভারতে প্রত্যার্পণের পক্ষে নির্দেশ দেয়৷ ব্রিটেনের অন্তর্দেশীয় প্রত্যার্পণ সংক্রান্ত আদালতের বিচারক বলেন, নীরব মোদীকে ভারতে চলা মামলার উত্তর দিতে হবে৷ সেই কারণেই তাঁকে ভারতে ফেরানোর নির্দেশ দেওয়া হল৷ প্রত্যর্পণ মামলার শুনানিতে অংশগ্রহণেরও নির্দেশ দেন বিচারক৷

ওয়েস্ট মিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক রায় দেন, ভারতে মোদির বিরুদ্ধে চলা মামলার উত্তর দিতে হবে অভিযুক্তকে৷ এরপরেই আদালত আর্থিক প্রতারণার মামলায় অভিযুক্ত হিরে ব্যবসায়ীর প্রত্যার্পণের নির্দেশ দেয়৷ এইসঙ্গে নীরব মোদির প্রত্যার্পণ সংক্রান্ত নির্দেশনামা পাঠানো হয়েছে ব্রিটেনের স্বরাষ্ট্রসচীবকে৷ এখন দেখার, ব্রিটেনের স্বরাষ্ট্রসচীব কী নির্দেশ দেন৷ অনুমান করা হচ্ছে, তাঁর প্রত্যার্পণ আটকাতে উচ্চ ন্যায়ালয়ে যাবেন নীরব মোদী৷

গত দু'বছর ধরে আর্থিক প্রতারণা মামলায় নীরব মোদিকে ভারতে প্রত্যার্পণের মামলা চলছে ব্রিটেনের আদালতে৷ তাঁর বিরুদ্ধে বিরুদ্ধে ওঠা মামলার প্রমাণ লোপাট, সাক্ষীদের ভয় দেখানোরও অভিযোগ উঠেছে নীরব মোদির বিরুদ্ধে৷ ইতিমধ্যে মোদির নিজের স্বপক্ষে তোলা অভিযোগ উড়িয়ে দিয়েছে আদালত ৷ নীরব মোদির অভিযোগ ছিল, ভারতের আইন মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ প্রত্যার্পণ মামলাকে প্রভাবিত করছে৷

English summary
Nirav Modi can be extradited says UK's Westminister court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X