For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেরলে মারণ হানা বিরল 'নিপা' ভাইরাসের, ইতিমধ্যে মৃত ১৫, জারি উচ্চ সতর্কতা

কেরলে 'নিপা' ভাইরাসের আক্রমণে ইতিমধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

কেরলে 'নিপা' ভাইরাসের আক্রমণে ইতিমধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। কোঝিকোড়ে সবার প্রথমে একই পরিবারের তিনজনের মৃত্যু হয় এই ভাইরাসে। সেটা দুই সপ্তাহ আগের কথা। এখন নিহতের সংখ্যা বাড়তে বাড়তে দুই অঙ্ক ছাড়িয়ে গিয়েছে। এবং আরও বেড়ে চলেছে।

কেরলে মারণ হানা বিরল নিপাহ ভাইরাসের, ইতিমধ্যে মৃত ১৫

বিরল এই ভাইরাসে মৃত্যুর কারণে সারা রাজ্যে উচ্চ সতর্কতা জারি হয়েছে। কেন্দ্র বিপর্য মোকাবিলা দল পাঠিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা কেরলের স্বাস্থ্যমন্ত্রী কেকে শৈলজাকে ফোন করে অবস্থা সরেজমিনে খতিয়ে দেখছেন। তবে অজানা এই ভাইরাসের ধরন এখনও পুরোপুরি নিশ্চিত করা যায়নি।

নিহতদের রক্তের নমুনা নিয়ে তা পরীক্ষার জন্য পুনের ন্যাশনাল ভাইরোলজি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। আর কয়েকদিনের মধ্যেই তার রিপোর্ট এসে যাবে। তবে তার আগে এতজনের মৃত্যু হওয়ায় কেরলের পিনারাই বিজয়নের সরকার রাজ্যবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। পাশাপাশি মেডিক্যাল টিম তৈরি করে ঘটনার পর্যবেক্ষণে নেমেছে।

কেরল স্বাস্থ্য দফতরের ডিরেক্টর আরএল সরিতা টাস্ক ফোর্স গঠন করেছেন। এই ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। মহিলা-পুরুষ দুই ধরনের মানুষই এই ভাইরাসের কারণে প্রাণ দিয়েছেন।

নিপা ভাইরাসে আক্রান্তদের শ্বাসকষ্ট, সংক্রমণ ও এনকেফেলাইটিসের শিকার হতে হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এভাবেই এই সংক্রমণকে ব্যাখ্যা করেছে। শুধু মানুষ নয়, এই ভাইরাসের প্রভাবে শূকর ও অন্যান্য গৃহপালিত পোষ্যেরও মৃত্যু হতে পারে।

English summary
Nipah virus outbreak in Kerala kills atleast 15 people, state in emergency high alert
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X