For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেরলে নিপা ভাইরাস আতঙ্ক ছড়াচ্ছে দাক্ষিণাত্যে! সুস্থ থাকতে কী কী করা উচিত দেখে নিন

ফের একবার নিপা আতঙ্ক গ্রাস করছে দক্ষিণ ভারতকে। কেরলে এই ভাইরাসের নমুনা মিলেছে ২৩ বছরের এক পড়ুয়ার দেহে।

Google Oneindia Bengali News

ফের একবার নিপা আতঙ্ক গ্রাস করছে দক্ষিণ ভারতকে। কেরলে এই ভাইরাসের নমুনা মিলেছে ২৩ বছরের এক পড়ুয়ার দেহে। এই ভাইরাস ঘিরে দাক্ষিণাত্যে আতঙ্কের সঙ্গে সঙ্গে গোটা দেশে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। প্রথমেই কৌতূহল উঠছে কোন কোন প্রবণতা বা লক্ষণ দেখলে বোঝা যাবে যে কোনও ব্যক্তির শরীরে নিপা ভাইরাস ঢুকে গিয়েছে? দেখে নেওয়া যাক কীভাবে এর হাত থেকে মুক্তি পাওয়া যাবে।

কোন লক্ষণ দেখে বুঝবেন নিপায় আক্রান্ত !

কোন লক্ষণ দেখে বুঝবেন নিপায় আক্রান্ত !

ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশনের তরফে জানানো হয়েছে, বেশ কয়েকটি লক্ষণ দেখলে বোঝা যাবে যে কারোর শরীরে নিপা ভাইরাস ঢুকে গিয়েছে। এউ লক্ষণগুলি হল-
জ্বর
মাথা ধরা
বমি
পেশীতে ব্যথা
গলায় যন্ত্রণা

আর কোন সম্ভাবনা থাকতে পারে শরীরে!

আর কোন সম্ভাবনা থাকতে পারে শরীরে!

বমি, মাথা ব্যথার সঙ্গে একটা ঘোরে থাকবার মতো অস্বস্তি থেকে যেতে পারে শরীরে। এনসেফালাইটিসের প্রবণতা দেখা দিতে পারে শরীরের মধ্যে। কোনও কোনও ক্ষেত্রে নিউমোনিয়ার লক্ষণ তৈরি হয়। শুরু হয় শ্বাসকষ্ট। এরপর ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে কোমায় চলে যেতে পারেন রোগী।

নিপা কী থেকে হতে পারে?

নিপা কী থেকে হতে পারে?

২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত দেখা গিয়েছে, মানুষ থেকে মানুষের সংক্রমণের মাধ্যমে ছড়িয়ে যায় নিপা। তবে, নিপা আক্রান্ত বাদুর থেকে এই রোগের সংক্রমণ অনেক বেশি হয়েছে। অনেক ক্ষেত্রে অসুস্থ শুয়োর থেকেও এই ভাইরাস ছড়ানোর উদাহরণও উঠে আসছে। তবে বহুবার বাংলাদেশেই এই ধরনের ঘটনার কতা সামনে এসেছে।

সুস্থ থাকতে কী কী করতে হবে?

সুস্থ থাকতে কী কী করতে হবে?

উঁচু গাছের ফল, যে গাছে বাদুর থাকতে পারে , বা ফলকে ঠোকরাতে পারে সেই সমস্ত ফল এখ না খাওয়াই ভালো। যেমন ,তাল থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

সুস্থ থাকার কয়েকটি টিপস

সুস্থ থাকার কয়েকটি টিপস

যে সমস্ত এলাকায় অসুস্থ শুয়োর রয়েছে, তার থেকে দূরে থাকুন। জামাকাপড়, পোশাক পরিস্কার করে রাখুন। নিপা আক্রান্ত মানুষের সঙ্গে দাখে করার পর হাত স্যানিটাইজার দিয়ে ধুয়ে ফেলুন।

English summary
Nipah virus in Kerala 2019,Know the Symptoms, treatment, prevention
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X