For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেরলে নিপা ভীতি! নার্সদের বাসে উঠতে বাধা, সমস্যা সৎকারেও

একদিকে যখন নিপা ভাইরাসে মৃত্যুর সংখ্যা বাড়ছে, ঠিক অপর দিকে নিপা নিয়ে ভয় গ্রাস করছে সাধারণ মানুষকে। কেরলে নিপায় আক্রান্তরা যেখানে ভর্তি রয়েছেন, সেখানকার নার্সদের যেমন বাসে উঠতে বাধা দেওয়া হচ্ছে

Google Oneindia Bengali News

একদিকে যখন নিপা ভাইরাসে মৃত্যুর সংখ্যা বাড়ছে, ঠিক অপর দিকে নিপা নিয়ে ভয় গ্রাস করছে সাধারণ মানুষকে। কেরলে নিপায় আক্রান্তরা যেখানে ভর্তি রয়েছেন, সেখানকার নার্সদের যেমন বাসে উঠতে বাধা দেওয়া হচ্ছে, ঠিক তেমনই মৃতদের শেষকৃত্য করতে লোক পাওয়া যাচ্ছে না।

কেরলে নিপা ভীতি! নার্সদের বাসে উঠতে বাধা, সমস্যা সৎকারেও

কোঝিকোডে পেরামব্রো তালুকের হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে নার্সরা যখন বাসে ওঠেন, তখন অন্য যাত্রীরা প্রতিবাদ করেন। বাধ্য হয়ে বাস থেকে নেমে যান ওই সব নার্সরা। এমন কী রিক্সা নার্সদের নিতে অস্বীকার করছে। অন্যদিকে, নাদাক্কাভু থানা মাভুর রোড শ্মশানের দুই কর্মীর নামে অভিযোগ দায়ের করেছে। অভিযোগ, ওই দুই কর্মী নিপায় আক্রান্ত হয়ে মৃত্যুর পর এক মৃত ব্যক্তির দেহ সৎকারে অস্বীকার করেন।

হাসপাতালে যারা নিপা আক্রান্ত রোগীদের সংস্পর্শে আসছেন কিংবা, আক্রান্তের পরিবারের সদস্যদের সঙ্গে কেউ মিশতে চাইছেন না। এছাড়াও, কোঝিকোডের যে সব হাসপাতালে নিপা আক্রান্তদের চিকিৎসা চলছে সেখানে অন্য রোগীদের আসার সংখ্যাও কমে গিয়েছে।

কোঝিকোডের মেডিকেল অফিসার জানিয়েছেন, মানুষ আতঙ্কগ্রস্ত। ভয়ে এই ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন।

সমাজতত্ত্ববিদরা বলছেন, ভয় থেকেই সাধারণ মানুষের এই ধরনের প্রতিক্রিয়া। যাঁদের একমাত্র লক্ষ্য নিজেদের এবং পরিবারকে আক্রান্ত হওয়া থেকে রক্ষা করা। বিশেষজ্ঞরা বলছেন, নিপা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে।

English summary
Nipah converts to a social problem; health workers ostracised, crematorium staff shun victims of virus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X