৯০ কোটি মানুষের হাতে এবার নতুন সরকার গড়ার অধিকার, জানাল কমিশন
আসন্ন লোকসভা নির্বাচনে ভোট দিতে পারবেন অন্তত ৯০ কোটি মানুষ। এমনই পরিসংখ্যান তুলে ধরল ভারতের নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী কমিশনার সুনীল অরোরা জানিয়েছেন, লোকসভা ৯০ কোটি মানুষের ভোটদানের অধিকার থাকছে।

এর মধ্যে দেড় কোটি নতুন ভোটার প্রথমবারের জন্য এবার ভোট দেবে। যাঁদের বয়স ১৮-১৯ বছর।
কমিশন জানিয়েছে, ২০১৪ সালের চেয়ে এবার ৮ কোটি ৪৩ লক্ষ ভোটার বেশি ভোট দেবেন। এর পাশাপাশি মুখ্য নির্বাচনী কমিশনার সুনীল অরোরা জানিয়েছেন, পোলিং স্টেশন ২০১৪ সালে ৯ লক্ষ ছিল। সেটা এবছরের ভোটে বাড়িয়ে ১০ লক্ষ করা হয়েছে।
[আরও পড়ুন: কমিশনের ভোট নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে পাল্লা দিয়ে প্রচার শুরু করে দিলেন নরেন্দ্র মোদী]
এছাড়া ইভিএম মেশিনকে জিপিএস সিস্টেমের সাহায্যে লোকেশন ট্র্যাক করা যাবে বলেও কমিশন জানিয়েছে। এদিন সাত দফা নির্বাচন ঘোষণার ফলে নির্বাচনী আচরণ বিধি লাগু হয়ে গেল বলেও কমিশন জানিয়েছে।