For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ন'দফায় লোকসভা ভোট, শুরু ৭ এপ্রিল, গণনা ১৬ মে

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

নির্বাচন কমিশন
নয়াদিল্লি, ৫ মার্চ: সব জল্পনার অবসান ঘটিয়ে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষিত হল। ন'টি দফায় এবার ভোট হচ্ছে। প্রথম দফা অর্থাৎ ভোট শুরু হচ্ছে ৭ এপ্রিল। বাকি দফাগুলি হবে যথাক্রমে ৯ এপ্রিল, ১০ এপ্রিল, ১২ এপ্রিল, ১৭ এপ্রিল, ২৪ এপ্রিল, ৩০ এপ্রিল, ৭ মে এবং ১২ মে। গণনা হবে ১৬ মে। বুধবার সকালেই মুখ্য নির্বাচন কমিশনার ভি এস সম্পৎ এই নির্ঘণ্ট ঘোষণা করেন।

এর আগে এত দফায় কখনও লোকসভা ভোট নেওয়া হয়নি। মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, স্বচ্ছ এবং অবাধ ভোট করতেই এত কড়াকড়ি করা হয়েছে। তিনি আরও জানান, পশ্চিমবঙ্গে পাঁচ দফায় ভোট হবে। এই তারিখগুলি হল যথাক্রমে ১৭ এপ্রিল, ২৪ এপ্রিল, ৩০ এপ্রিল, ৭ মে এবং ১২ মে।

(আরও পড়ুন: লোকসভা নির্বাচন- পশ্চিমবঙ্গে কবে কোথায় ভোট)

এবারের লোকসভা ভোটে ৮১.৪৬ কোটি মানুষ তাঁদের মত প্রয়োগ করবেন। প্রথম ভোট দেবেন অর্থাৎ নবীন ভোটারই হল ৯.৭৬ কোটি। এবারের লোকসভা ভোটে প্রথম বার 'নোটা' অপশন প্রয়োগ করতে পারবেন ভোটাররা। কোনও প্রার্থীকেই পছন্দ না হলে ইভিএমে সংশ্লিষ্ট বোতাম টিপে জানাতে পারবেন নিজের মতামত। সারা দেশে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ৯.৩০ লক্ষ। এখনও যাঁরা ভোটার তালিকায় নাম তুলতে পারেননি, তাঁরা ৯ মার্চ শেষ সুযোগ পাবেন।

প্রসঙ্গত, লোকসভার ৫৪৩টি আসন ছাড়াও অন্ধ্রপ্রদেশ, ওডিশা এবং সিকিমে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে কয়েকটি রাজ্যের বিধানসভা আসনে উপনির্বাচনও অনুষ্ঠিত হবে। এদিন ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই চালু হয়ে গেল আদর্শ আচরণবিধি। সরকার বা রাজনীতিক দল আরও কোনও জনমোহিনী কর্মসূচি ঘোষণা করতে পারবে না। নিয়ম মানা হচ্ছে কি না, তা জানতে কড়া নজর রাখবে কমিশন।

English summary
Nine-phase Lok Sabha Election to start from April 7, Counting on May 16
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X