For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা সংক্রমণ বাড়ছে, দিল্লির পর নয়ডায় নৈশ কার্ফু জারি, ছাড় জরুরি পরিষেবাকে

দিল্লির পর নয়ডায় নৈশ কার্ফু জারি

Google Oneindia Bengali News

দেশে বাড়তে থাকা করোনা ভাইরাস সংক্রমণের জেরে বেশ কিছু রাজ্য কড়া নিষেধাজ্ঞা জারি করেছে। যার মধ্যে নৈশ কার্ফু প্রধান। এবার নয়ডাতেও জারি করা হল নৈশ কার্ফু। জানা গিয়েছে, গৌতম বুদ্ধ নগর জেলা প্রশাসন বৃহস্পতিবার থেকে নৈশ কার্ফু জারি করল। এই কার্ফু চলবে ১৭ এপঞরিল পর্যন্ত রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত। তবে জেলা কালেক্টর ও শাসক সুহাদ এল ওয়াইয়ের সাক্ষরিত এই নির্দেশে বলা হয়েছে যে জরুরি পণ্য ও পরিষেবা যান চলাচল ও জরুরি স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবাগুলিকে ছাড় দেওয়া হয়েছে।

করোনা সংক্রমণ বাড়ছে, দিল্লির পর নয়ডায় নৈশ কার্ফু জারি, ছাড় জরুরি পরিষেবাকে

মেডিক্যাল, প্যারা মেডিক্যাল ও নার্সিং ব্যাতীত সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সহ কোচিং ক্লাসগুলিতে ১৭ এপ্রিল পর্যন্ত শারীরিকভাবে ক্লাস করার ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। তবে প্র‌্যাকটিক্যাল সহ সমস্ত পরীক্ষা পূর্ব নির্ধারিত সময়েই হবে এবং তাতে কার্ফুর প্রভাব পড়বে না। নির্দেশে বলা হয়েছে, '‌পুলিশ/‌ কমান্ডার ও সংশ্লীষ্ট বিভাগের দ্বারা কাজের জায়গায় মাস্ক পরা ও অন্যান্য কোভিড বিধি মেনে চলার নিয়ম প্রয়োগ করা হয়েছে।’‌

বুধবার নয়ডায় ১২৫টি নতুন করোনা কেস ধরা পড়ে, এই নিয়ে এই জেলায় মোট করোনা কেসের সংখ্যা দাঁড়িয়েছে ২৬,৬৯৭টি। সক্রিয় করোনা কেস বৃদ্ধি পেয়েছে ৬৫২। নয়ডায় করোনায় সুস্থ হয়ে উঠেছে একদিনে ৪৯ জন এবং এই নিয়ে মোট সুস্থতার সংখ্যা ২৫,৯৫২ জন। সম্প্রতি গৌতম বুদ্ধ নগরে মৃত্যুর সংখ্যা ৯৩ জন এবং মৃত্যুর হার ০.‌৩৪ শতাংশ। অন্যদিকে সুস্থ হয়ে ওঠার হার পৌঁছেছে ৯৭.‌২০ শতাংশ।

ইতিমধ্যেই দিল্লিতেও ৩০ এপ্রিল পর্যন্ত নৈশ কার্ফু জারি করা হয়েছে। মহারাষ্ট্রেও জারি আছে নৈশ কার্ফু। করোনার দ্বিতীয় ওয়েভ যে তীব্রগতিতে ছড়াচ্ছে তাকে রোধ করতে হলে নৈশ কার্ফু সহ বেশ কিছু কড়া সতর্কতা জারি করা প্রয়োজন। মধ্যপ্রদেশ, ওড়িশা, উত্তরপ্রদেশ, পাঞ্জাব সহ বেশ কয়েকটি রাজ্য সংক্রমণ ঠেকাতে নৈশ কার্ফু কার্যকর করেছে। ফেব্রুয়ারির শেষ থেকে দেশে ফের করোনা ভাইরাস মাথা চাড়া দিয়ে উঠেছে। বিশেষজ্ঞ ও চিকিৎসকদের দাবি, দেশবাসীর কোভিড বিধি মানার ওপর অনীহার জন্যই দেশে করোনা কেস বৃদ্ধির প্রধান কারণ।

করোনার বিরুদ্ধে লড়াতে বড় ধাক্কা, আতিমারীর মাঝে চিন্তার কারণ অ্যাস্ট্রাজেনেকাকরোনার বিরুদ্ধে লড়াতে বড় ধাক্কা, আতিমারীর মাঝে চিন্তার কারণ অ্যাস্ট্রাজেনেকা

English summary
A night curfew has been imposed in Noida due to the rise in coronavirus infection
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X