For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ঠেকাতে রাজনৈতিক সমাবেশের উপর নিষেধাজ্ঞা! নৈশ কার্ফু জারি পাঞ্জাবে

Google Oneindia Bengali News

করোনার সংক্রমণে রাশ টানতে এবার পাঞ্জাবে নাইট কার্ফু জারি করল অমরিন্দর সিং-র সরকার৷ রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত কার্ফু জারি থাকবে৷ সেই সঙ্গে কোনওরকম রাজনৈতিক জমায়েত করা যাবে না বলে জানানো হয়েছে পাঞ্জাব সরকারের তরফে৷ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এই নাইট কার্ফু চলবে৷

অনুষ্ঠানে জমায়েতের উপর বিধি নিষেধ

অনুষ্ঠানে জমায়েতের উপর বিধি নিষেধ

পাঞ্জাব সরকারের তরফে আরও জানানো হয়েছে, বিয়ে বাড়ি, শেষকৃত্য বা স্মরণসভার মতো যে কোনও অনুষ্ঠানেও জমায়েতে বিধি নিষেধ জারি করা হয়েছে৷ পাশাপাশি বন্ধ জায়গায় কোন অনুষ্ঠান হলে ৫০ জন এবং খোলা জায়গায় ১০০ জনের বেশি জমায়েত করা যাবে না৷ আর অবশ্যই মাস্ক পরা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে পঞ্জাব সরকারের তরফে৷

৩০ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখা হবে স্কুল

৩০ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখা হবে স্কুল

এছাড়াও অন্য়ান্য যে সব বিধিনিষেধ আগে জারি করা হয়েছিল৷ যার মধ্য়ে স্কুল এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিও আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখা হবে৷ পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দফতর থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ পাশাপাশি প্রেক্ষাগৃহগুলিতেও ৫০ শতাংশের বেশি দর্শক প্রবেশ করতে দেওয়া যাবে না৷

একটি দোকানে ১০ জনের বেশি গ্রাহক না

একটি দোকানে ১০ জনের বেশি গ্রাহক না

এছাড়া শপিং মলগুলির দোকানে ১০ জনের বেশি গ্রাহক একসঙ্গে থাকতে পারবে না বলে কোভিডের নয়া নির্দেশিকায় বলা হয়েছে৷ তবে এদিন পাঞ্জাব সরকার জানায়, কোনও মলের ভিতরে এক সময়ে একশো জনের বেশি মানুষ প্রবেশের নিষেধাজ্ঞা কিছুটা শিথিল হয়েছে৷

৮৫ শতাংশের বেশি মানুষ ব্রিটিশ স্ট্রেনে আক্রান্ত

৮৫ শতাংশের বেশি মানুষ ব্রিটিশ স্ট্রেনে আক্রান্ত

এদিকে পাঞ্জাবের সাপ্তাহিক করোনা পর্যবেক্ষণে সংক্রমণের হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্য়মন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং৷ সে রাজ্যে সংক্রমণ এবং মৃত্যু হারের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে৷ পাঞ্জাবে করোনা আক্রান্ত হওয়া ৮৫ শতাংশের বেশি মানুষ ইউকে ভ্যারিয়ান্ট৷

English summary
Night curfew, ban on political gathering and many restrictions in Punjab as Covid cases surge
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X