For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাজেটে কল্পতরু! এক লাফে সেনসেক্স বাড়ল ৫০০ পয়েন্ট, চাঙা শেয়ার বাজার

এদিন বাজেট পেশের পরই একধাক্কায় সেনসেক্স প্রায় ৫০০ পয়েন্ট বেশি ওপরে উঠে যায়।

  • |
Google Oneindia Bengali News

২০১৯ সালের অন্তর্বর্তীকালীন বাজেটে কৃষি থেকে ব্যবসা নানা ক্ষেত্রে একাধিক ছাড় দিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। মধ্যবিত্তদের আয়করে ছাড়ের সীমা বাড়িয়ে আড়াই লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। ছোট কৃষকদের বছরে ৬ হাজার টাকা করে সুবিধা দেওয়া হয়েছে। আর এমন ঘোষণার পরই একধাক্কায় চাঙা হয়ে গিয়েছে।

বাজেটে কল্পতরু! এক লাফে সেনসেক্স বাড়ল ৫০০ পয়েন্ট, চাঙা শেয়ার বাজার

এদিন বাজেট পেশের পরই একধাক্কায় সেনসেক্স প্রায় ৫০০ পয়েন্ট বেশি ওপরে উঠে যায়। ৪৮০ পয়েন্ট উঠে তা দাঁড়ায় ৩৬ হাজার ৭৩৭.১৭ পয়েন্টে। যা ১.৩৩ শতাংশ হারে বৃদ্ধি বলে জানা গিয়েছে। এছাড়া নিফটিও ১০ হাজার ৯০০ পয়েন্টে উঠে গিয়েছে বলে জানা গিয়েছে।

[আরও পড়ুন: আয়করে ৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড়, জনমোহিনী ঘোষণায় সারা দেশে হইচই][আরও পড়ুন: আয়করে ৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড়, জনমোহিনী ঘোষণায় সারা দেশে হইচই]

এদিন সকালে বাজেট পেশের আগেই সেনসেক্স প্রায় ১০০ পয়েন্ট ওপরে ওঠে। নিফটিও সামান্য ওপরে দিন শুরু করে। সেনসেক্স রয়েছে ৩৬, ৩৩৭.৫০ পয়েন্টে ও নিফটি রয়েছে ১০,৮৫১ পয়েন্ট বাড়ে। হিরো মোটোকর্প, ভারতীয় এয়ারটেল, এইচসিআই টেক, বাজার ফিনান্স, টাটা মোটরস, বাজাজ অটো-র শেয়ার সবচেয়ে ভালো করেছে। অন্যদিকে বেদান্ত, ওএনজিসি, সান ফার্মা, আইসিআইসিআই ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের শেয়ার সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে। এখন বাজেট পেশের পর কারা কেমন ফল করে সেটাই দেখার।

[আরও পড়ুন: বাজেট পেশের আগেই চাঙা শেয়ার বাজার, সেনসেক্স, নিফটি ঊর্ধ্বমুখী ][আরও পড়ুন: বাজেট পেশের আগেই চাঙা শেয়ার বাজার, সেনসেক্স, নিফটি ঊর্ধ্বমুখী ]

গতবছরে বাজেট পেশের পর থেকেই শেয়ার বাজার গোঁত্তা খেয়েছিল। তারপরে বছরভর শেয়ার বাজার ওঠানামার মধ্যে দিয়ে গিয়েছে। এদিনের বাজেটের পর শেয়ার বাজার চাঙা হয়েছে। এই রেশ বছরভর কেমন থাকে সেটাই এখন দেখার।

English summary
Nifty above 10,900, Sensex up 500 points after FM Piyush Goyal Budget 2019 speech
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X