For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রকাশিত হল এনআইএফটি-র প্রবেশিকা পরীক্ষার ফল, কোন ওয়েবসাইটে, কীভাবে দেখবেন জেনে নিন

২০১৮ সালের এনআইএফটি এন্ট্রান্স টেস্টের ফল জানা যাবে nift.ac.in. -এই ওয়েবসাইট থেকে।

Google Oneindia Bengali News

প্রকাশিত হল ২০১৮ সালের ন্যাশনাল ইনস্টিটিউট ফর ফ্যাশন টেকনোলজি (এনআইএফটি)-এর প্রবেশিকা পরীক্ষার ফল। ফল জানা যাবে এনআইএফটি-এর সরকারি ওয়েবসাইট nift.ac.in. -এ। এর আগে গত ২১ জানুয়ারি লিখিত পরীক্ষার ফলাফল ঘোষিত হয়েছিল। উত্তীর্ণ ছাত্রছাত্রীরা বিভিন্ন স্নাতক এবং স্নাতকোত্তর কোর্সে ভর্তি হতে পারবেন।

এনআইএফটি-র প্রবেশিকা পরীক্ষার ফল এই ওয়েবসাইটে

কিভাবে ওয়েবসাইটে ফল দেখবেন?

NIFT এর ফলাফল 2018, চেক করার জন্য পদক্ষেপ

প্রথমে nift.ac.in. -তে লগইন করুন

এরপর 'অ্যাডমিশন ২০১৮ - ফাইনাল রেজাল্ট'-এ ক্লিক করুন

তারপর উপযুক্ত জায়গায় আপনার রোল নম্বর, জন্ম তারিখ এবং অ্যাপ্লিকেশন নম্বর লিখুন

তথ্য গুলি জমা দিতে 'সাবমিট'-এ ক্লিক করুন

তাহলেই, আপনার ফলাফল স্ক্রিনে প্রদর্শিত হবে

পেজটি ডাউনলোড করে রাখুন। ভবিষ্যতে ব্যবহারের জন্য প্রিন্টও করাতে পারেন।

এই ইনস্টিটিউটে বিভিন্ন স্নাতক ও স্নাতকোত্তর কোর্স মিলিয়ে মোট ৩,০১০ টি আসন রয়েছে। স্নাতক ডিগ্রির কোর্সগুলির মধ্যে রয়েছে, ফ্যাশন ডিজাইন, লেদার ডিজাইন, অ্যাক্সেসরিজ ডিজাইন, টেক্সটাইল ডিজাইন, নিটওয়্যার ডিজাইন, ফ্যাশন কমিউনিকেশন এবং ফ্যাশন টেকনোলজি অ্যাপারেল প্রোডাকশন। এছাড়া ডিজাইন, ফ্যাশন ম্যানেজমেন্ট এবং ফ্যাশন টেকনোলজিতে মাস্টার ডিগ্রি করার সুযোগ রয়েছে।

English summary
NIFT results 2018 is available on the official website nift.ac.in.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X