For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মারধরের কারণে নিডোর মৃত্যু কিনা পরিস্কার নয় ময়না রিপোর্টে, ভিসেরার অপেক্ষায় পুলিশ

Google Oneindia Bengali News

মারধরের কারণে নিডোর মৃত্যু কিনা পরিস্কার নয় ময়না রিপোর্টে, ভিসেরার অপেক্ষায় পুলিশ
নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি : মস্তিষ্কস্ফীতি ও ফুসফুসে অতিরিক্ত তরল প্রবাহের ফলেই মৃত্যু হয়েছে অরুণাচল প্রদেশের ছাত্র নিডো তানিয়ামের। ময়নাতদন্তের রিপোর্ট অন্তত এমনটাই বলছে।

দক্ষিণ দিল্লিতে কয়েকজন দোকানদার মিলে লাঠি ও রড দিয়ে বেধড়ক মারধোর করে। এর পর গত মঙ্গলবার রাতে তার মৃতদেহ উদ্ধার হয়। চিকিৎসকদের ময়ানাতদন্তের রিপোর্ট মিললেও, মারধরের কারণে নিডোর মৃত্যু হয়েছে কি না তা অমীমাংসিতই রয়েছে। ভিসেরা রিপোর্টে হাতে এলে আরও অকাট্য প্রমাণ মিলবে বলে মনে করছেন চিকিৎসকরা।

মস্তিষ্কস্ফীতি ও ফুসফুসে অতিরিক্ত তরল প্রবাহের ফলেই মৃত্যু নিডোর

অরুণাচলের বিধায়কপুত্র নিডো তানিয়াম জলন্ধরে একটি কলেজে পড়তেন। ছুটিতে দিল্লিতে এসেছিলেন। সেখানেই একটি দোকানের কয়েকজন দোকানদার মিলে তাকে বেধড়ক মারধর করে। তারা নিডোর চুল নিয়ে আপত্তিকর মন্তব্য করে বলেও অভিযোগ।

নিডোর পরিবাররে অভিযোগ, মারধরের কারণেই মৃত্যু হয়েছে মিডোর। গত সপ্তাহ থেকে উত্তর-পূর্ব ভারতের ছাত্ররা নিডোর মৃত্যুর বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছেন। সোমবার যন্তরমন্ত্রে প্রতিবাদ সভায় উপস্থিত হন কংগ্রেসের সহসবাপতি রাহুল গান্ধী। আজ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রতিবাদী ছাত্রদের সঙ্গে দেখা করবেন।

দিল্লি পুলিশসূত্রের খবর, নিডোকে মারধরের জন্য ৬ জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ৩ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। বাকি ৩ জনের মধ্যে ২জন নাবালক বলে জানিয়েছে পুলিশ।

English summary
Nido Taniam died of swelling in brain but autopsy 'inconclusive' on death after beating
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X