For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্রাসেলসে সন্ত্রাস হানায় গুরুতর আহত এই ভারতীয় মেয়ে ফিরলেন জীবনস্রোতে, এখন কেমন রয়েছেন তিনি

ক্তপাতের অন্ধকারের সমস্ত দুঃস্বপ্ন মুছে নিধি যোগ দিয়েছেন তাঁর কর্মস্থলে।

  • |
Google Oneindia Bengali News

একটা সন্ত্রাস হানায় ওলট পালট হয়ে গিয়েছে তাঁর জীবনের সমস্ত হিসেব নিকেশ। ২০১৬ সালে ব্রাসেলসে বিস্ফোরণের ঘটনায় আহত ভারতীয় নিধির বিধ্বস্ত ছবি একটা সময়ে খুবই ভাইরাল হয়েছিল ইন্টারনেটে। সন্ত্রাসের ভয়াবহতার একটা প্রতীকই প্রায় হয়ে উঠেছিলেন তিনি। এরপর কেটে গিয়েছে ১৮ মাস। রক্তপাতের অন্ধকারের সমস্ত দুঃস্বপ্ন মুছে নিধি যোগ দিয়েছেন তাঁর কর্মস্থলে।

ব্রাসেলসে সন্ত্রাস হামলায় গুরুতর আহত এই ভারতীয় মেয়ে আবার ফিরলেন জীবনস্রোতে

পেশায় ফ্লাইট অ্যাটেনডেন্ট নিধির এখনও পর্যন্ত মেলেনি বিমানে ওড়ার ছাড়পত্র। তবে ভয়েস সম্পর্কীয় বেশ কিছু প্রশিক্ষণে আপাতত ব্যাস্ত নিধি। তিনি নিজেও জানিয়েছেন বাড়িতে বসে থাকা খুবই সমস্যাজনক মনে হচ্ছিল তাঁর। মাঝে সাঝে অবসাদেও ভুগতেন তিনি। নিধি বলেছেন,' আমি কাজ করেত ভালোবাসি। আবার কাজে ফিরে ভালো লাগছে।'

নৃশংস সেই ব্রাসেলস নাশকতার ছবি আজও তাঁর কাছে জীবন্ত। তবুও কাটিয়ে উঠেছেন অনেক বিশাদ। তবে কাটিয়ে উঠতে পারেননি দেহের আঘাতকে। নিধি জানিয়েছেন, তাঁর দেহের ৫০ শতাংশ এখনও স্নায়বিক সংবেদনশীলতা পায়না। পায়ের গোড়ালি এখনও নড়বড়ে। বেশ কয়েকটি হাড় ভেঙে টুকরো হয়ে গিয়েছে। তবুও নিধির লড়াই চালিয়ে যাচ্ছেন । লিখেছেন নিজের সঙ্গে ঘটে যাও সেই ভয়াবহ কাহিনির গল্পও। এপর্যন্ত পেয়েছেন সাহসিকতার জন্য বহু সম্মানও। আর সে সম্মান যোথপযুক্ত। কারণ নিধির মতো মানুষদের দেখেই একদিন এই সমাজ 'সন্ত্রাস'-কেও ভয় দেখাতে পারবে। প্রসঙ্গত ২০১৬ সালে ব্রাসেলস বিমানবন্দরে বিস্ফোরণ ঘটায় আইএসআইএস। ঘটনায় ৩২ জনের মৃত্যু হয়। আহত হন ৩০০ জন। এই ৩০০ জনের মধ্যে নিধি একজন।

English summary
After injuries suffered in the 2016 Brussel airport's blasts forced her to stay grounded for 18 months, Jet Airways crew member Nidhi Chaphekar finally resumed office this week.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X