For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেরল আইএস মডিউলের হিটলিস্টে হিন্দু নেতারা, এনআইএ জেরায় জানাল ধৃত জঙ্গি

এনআইএ ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে ধৃত মইনউদ্দিন জানিয়েছে, অশান্তির পরিবেশ স্থাপন করতেই কেরল আইএস-এর টার্গেট ছিল বিভিন্ন হিন্দু নেতা, আমাদিয়া মসজিদগুলি এবং জামাত-ই-ইসলাম হিন্দ।

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৭ মার্চ : কেরল আই মডিউলের ২২ নিখোঁজ সদস্যদের অন্যতম গুরুত্বপূর্ণ যোগ মইনউদ্দিন পারাকাদাবত যাকে ইতিমধ্যেঅই এনআইএ গ্রেফতার করেছে, তার বয়ানে এবার চাঞ্চল্যকর তথ্য। এনআইএ ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে মইনউদ্দিন জানিয়েছে, অশান্তির পরিবেশ স্থাপন করতেই কেরল আইএস-এর টার্গেট ছিল বিভিন্ন হিন্দু নেতা, আমাদিয়া মসজিদগুলি এবং জামাত-ই-ইসলাম হিন্দ।

অতীতে আমাদিয়া নেতারা এবং জামাত-ই-ইসলামি আইএস কার্যকলাপের কড়া নিন্দা করেছিল। আর তাই আইএস-এর ধারণা ইসলাম ধর্ম বিরোধি শক্রদের চেয়েও আমাদিয়া ও জামাত-ই-ইসলামি মুসলিম ও ইসলামের পক্ষে বেশি ক্ষতিকর।

কেরল আইএস মডিউলের হিটলিস্টে হিন্দু নেতারা, এনআইএ জেরায় জানাল ধৃত জঙ্গি

গত ১৪ ফেব্রুয়াকি কেরলের কাসারগোড় এলাকার বাসিন্দা মইনউদ্দিনতে আবু ধাবি পালানোর সময় গ্রেফতার করে এনআইএ। যদিও কেরল আইএস মডিউলের ২২ অন্য সদস্যকে ধরতে পারেনি এনআইএ। তারা অফগানিস্তান চলে গিয়েছে। এদের মধ্যে মহিলা ও শিশুরাও রয়েছে।

মইউদ্দিন এনআইএ-কে এও জানিয়েছে যে আইএশ সদস্যদের একটি গোপন অনলাইন সেল রয়েছে। যারা নিয়মিত ভারতে কাদের টার্গেট করা হবে তা নিয়ে আলোচনা করে।

English summary
NIA unearths another IS plot to kill HIndu leaders
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X