For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বছর শেষে ফের NIA তৎপরতা, PFI যোগে কেরলের ৫৬টি জায়গায় তল্লাশি

বছর শেষে ফের NIA তৎপরতা, PFI যোগে কেরলের ৫৬টি জায়গায় তল্লাশি

Google Oneindia Bengali News

কেরলের ৫৬টি জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে এনআইএ। পিএফআই যোগে তল্লাশি অভিযোগে তল্লাশি শুরু করেছেন তদন্তকারীরা। এর আগেও একাধিকবার পিএফআই নামে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের বিরুদ্ধে দেশের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে। পশ্চিমবঙ্গেও এই নিয়ে তল্লাশি অভিযান চালিয়েছে তদন্তকারীরা।

 PFI যোগে কেরলের ৫৬টি জায়গায় তল্লাশি

পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়াকে নিষিদ্ধ ঘোষণা করেছে মোদী সরকার। দেশের একাধিক জায়গায় এই ইসলামিক সংগঠন শাখা বিস্তার করে জঙ্গি কার্যকলাপ চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এমনকী ইসলামিক সংগঠনের নামের অড়ালে এই সংগঠন বোমা তৈরি এবং অস্ত্র চালানোর প্রশিক্ষণও দিয়ে থাকে বলে অভিযোগ করেছে। তার পরেই দেশের একাধিক জায়গায় তল্লাশি চালায় এনআইএ। সংগঠনের প্রধানকেও গ্রেফতার করা হয়েছে। তার পরেও এই সংগঠন েদশের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

পিএফআইকে আগেই নিষিদ্ধ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপ সংগঠিত করার অভিযোগ রয়েেছ। কেরলের ৫৬টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে এনআইএ। তিরুঅনন্তপূরম, কোল্লাম, এর্নাকুলাম, কোঝিকোড়ে, ইদ্দুকি সহ একাধিক জায়গায় চলছে তল্লাশি। গোটা দেশে একাধিক জঙ্গিকার্যকলাপ চালানোর অভিযোগ রয়েছে এই সংগঠনের বিরুদ্ধে।

পিএফআইয়ের সঙ্গে পাক জঙ্গিসংগঠনেরও যোগ রয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। আইসিস, জামাত উল মুজাহিদিন সহ একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে সরাসরি যোগ রয়েছে পিএফআইয়ের। কিন্তু কয়েক মাস আগে এই জঙ্গী সংগঠনের বিরুদ্ধে অভিযান চালানোর পরে তাঁদের একাধিক জায়গায় তাঁদের সমর্থকরা প্রতিবাদ জানিয়েছিল। সাধারণ ইসলামিক সংগঠনকে জঙ্গি সংগঠনের তকমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে রাজধানী দিল্লি, কেরল এমনকী পশ্চিমবঙ্গেও বিক্ষোভ হয়েছিল।

English summary
NIA search operation at 56 places in Kerala
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X