For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশে ISIS মডিউল! বিজেপি শাসিত-সমর্থিত ৬ রাজ্যের ১৩ টি জায়গায় NIA তল্লাশি

দেশে আইএসআইএস মডিউল! বিজেপি শাসিত-সমর্থিত ৬ রাজ্যের ১৩ টি জায়গায় এনআইএ তল্লাশি

Google Oneindia Bengali News

দেশের বাড়ছে আইসিসের (Isis) মডিউলের সংখ্যা। আর তার ওপরে নজরদারি চালাচ্ছে এনআইএ (nia)। এদিন ভোর থেকে সারা দেশের ছটি রাজ্যের ১৩ টি জায়গায় তল্লাশি চালিয়েছে এনআইএ। রাজ্যগুলির সবকটিই বিজেপি (BJP) শাসিত কিংবা তাদের সমর্থনে চলা সরকার বলেই জানা গিয়েছে।

 যেসব রাজ্যে তল্লাশি

যেসব রাজ্যে তল্লাশি

এদিন এনআইএ যেসব রাজ্যে তল্লাশি চালায় চার মধ্যে রয়েছে মধ্যপ্রদেশ, গুজরাট, বিহার, কর্নাটক, মহারাষ্ট্র এবং উত্তর প্রদেশ। সূত্রের খবর অনুযায়ী জাতীয় তদন্তকারী সংস্থা মধ্যপ্রদেশের ভোপান এবং রাইসেন, দুহজারেতর ভারুচ, সুরাত, নভসারি এবং আহমেদাবাদে, বিহারের আরারিয়া, কর্নাটরে ভাটকল ও তুমকুর সিটি জেলা, মহারাষ্ট্রের কোলাপুর এবং নান্দেদ এবং উত্তরপ্রদেশের দেওবন্দে অভিযান চালায় বলে জানা গিয়েছে।

আপত্তিকর নথি বাজেয়াপ্ত

আপত্তিকর নথি বাজেয়াপ্ত

এনআইএ সূত্রে দাবি করা হয়েছে, এদিন অভিযানে বেশ কিছু আপত্তিকর নথি বাজেয়াপ্ত করা হয়েছে। এই বছরের ২৫ জুন এব্যাপারে একটি মামলা দায়ের করেছিল এনআইএ। সেখানে ভারতীয় দ্বন্দ্ববিধির ১৫৩এ এবং ১৫৩-র বি ছাড়াও ইউএপিএ আইনের ১৮, ১৮বি, ৩৮, ৩৯ এবং ৪০ নম্বর ধারা অন্তর্ভুক্ত করা হয়েছিল।
সূত্রের খবর অনুযায়ী, নির্দিষ্ট তথ্যের ওপরে ভিত্তি করে নজরদারি চালাচ্ছেল এনআইএ। তারপরেই মামলা দায়ের করে তল্লাশি অভিযান শুরু করে এনআইএ।

 আগে বিহারে তল্লাশি

আগে বিহারে তল্লাশি

জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ বৃহস্পতিবার সকালে বিহারের নালন্জা জেলার একাধিক জায়গায় অভিযান চালায়। ফুলওয়ারি শরিফের মামলায় পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে সম্পর্কের কথাও বলা হয় এনআইএ-র তরফে।
সূত্রের খবর অনুযায়ী, এনআইএ একটি মামলা নথিভুক্ত করা এবং মামলার নিয়ে তদন্ত শুরু করার প্রায় একসপ্তাহ পরে এই অভিযান চালানো হয়। এখানে এটাও বলা হয়েছে, যেসব জায়গায় অভিযান চালানো হয়েছে, তার সবই
সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক যুক্ত। সূত্রের খবর অনুযায়ী বিহারের তল্লাশিতে এখনও পর্যন্ত অনেককে আটাক করা হয়েছে এবং সেইসব জায়গায় প্রচুর পরিমাণে নিরাপত্তারক্ষী মোতায়েন
করা হয়েছে।

বিহার পুলিশের থেকে এনআইএ-র হাতে তদন্ত ভার

বিহার পুলিশের থেকে এনআইএ-র হাতে তদন্ত ভার

এব্যাপারে ২২ জুলাই রাতে এনআইএ মামলা দায়ের করে। ভারতীয় দ্বন্দ্ব বিধির বিভিন্ন ধারায় এবং ইউএপিএ-র ধারায় মামলায় দায়ের করা হয়। তার আগে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এনআইএকে বিহার পুলিশের হাত থেকে তদন্তভার গ্রহণকরার নির্দেশ দেওয়া হয় এনআইএকে।
এনআইএ আর আগে দেশে আইসিসের মডিউল খুঁজে বের করতে দিল্লির পাশাপাশি কেরল, কর্নাটক এবং উত্তর প্রদেশে অভিযান চালিয়েছে।

ঝাড়খণ্ডে সরকার ফেলার টাকা নয় তো! তদন্তে শুভেন্দুকেও যোগ করার আহ্বান কুণালের ঝাড়খণ্ডে সরকার ফেলার টাকা নয় তো! তদন্তে শুভেন্দুকেও যোগ করার আহ্বান কুণালের

English summary
NIA raids thirteen places in six states to findout ISIS modules in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X