কাশ্মীর জুড়ে একাধিক তল্লাশি অভিযান এনআইএ-র, কোন নাশকতার ছক বানচাল করতে এই তৎপরতা
আজ জাতীয় তদন্তকারী সংস্থা জম্মু-কাশ্মীরের একাধিক জায়গায় অভিযান চালাল৷ সূত্রের খবর, আজ সকাল থেকেই এনআইএ-র পক্ষ থেকে শহরের ৪টি জায়গায় তল্লাশি চালানো হয়৷ তবে, জাতীয় তদন্তকারীদের এই অভিযানের কারণ কী তা এখনও স্পষ্ট নয়৷ যদিও সূত্রের খবর সন্ত্রাসবাদী কার্যকলাপে আর্থিক সহযোগিতার মামলার প্রেক্ষিতে এই তল্লাশি অভিযান চালানো হয়।

কোথায় কোথায় তল্লাশি?
এই তল্লাশি অভিযানের বিষয়ে আরও জানা গিয়েছে, প্রতাপ পার্কের বৃহত্তর কাশ্মীর অফিস, শোনওয়ারের মানবাধিকার কর্মী খুররম পারভেজের বাড়ি, নেহরু পার্কের নিকট মহম্মদ আমিন ডাঙ্গোলার হাউজবোট এবং নয়া কাডালের এনজিও-র আথরোথের অফিসে তদন্তকারীরা অভিযান চালান৷

এনজিও-র তহবিল সংক্রান্ত বিষয়ে তদন্ত
জানা গিয়েছে, এনজিও-র তহবিল সংক্রান্ত বিষয়ে তদন্তের জন্য একটি নতুন কেস দায়ের হয়েছে৷ সেই তহবিলের পর্যবেক্ষণের জন্য এনআইএ তদন্ত শুরু করেছে ৷ তারা এই তহবিল কোথা থেকে পাচ্ছে কিংবা কোথায় ব্যয় করছে তার খোঁজখবর চালাচ্ছে এনআইএ৷

এনআইএ-র পক্ষ থেকে যা জানানো হয়
এনআইএ-র পক্ষ থেকে আরও জানানো হয়েছে, হাওলা ব়্যাকেটে অর্থের অপব্যবহার হচ্ছে, কিংবা সন্ত্রাসমূলক কাজে তহবিলের অর্থ ব্যবহার করছে এমন অভিযোগ আগেই উঠেছিল, সে কারণেই তদন্ত শুরু হয়েছে৷ এর আগে ২০১৯ সালে জাতীয় তদন্তকারী সংস্থা বৃহত্তর কাশ্মীরের চিফ এডিটর ফায়াজ কালুকে জিজ্ঞাসাবাদ চালায়, বুরহান ওয়ানির খুন প্রসঙ্গে একটি প্রতিবেদন প্রকাশের জন্য৷

২০১৬ সালে পারভেজকে গ্রেফতার করা হয়েছিল
এছাড়া ২০১৬ সালে শ্রীনগরের নিজের বাসস্থান থেকে খুররম পারভেজ গ্রেফতার হয়েছিলেন৷ তাঁকে কোনও গ্রেফতারি পরোয়ানা ছাড়াই গ্রেফতার করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল৷ তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল৷ জনসুরক্ষা আইন অনুযায়ী, তিনি পুনরায় গ্রেফতার হন ৭৬ দিনের জন্য, অবশ্য তা তাঁর মুক্তির পরোয়ানার পরই৷

শীঘ্রই দেশের মাটিতে পা রাখতে চলেছে আরও ১৬টি রাফাল, জানুন যুদ্ধবিমানগুলির 'ল্যান্ডিং ডেট'