For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুলওয়ামা হামলায় প্রথম গ্রেফতারি এনআইএ-র, জালে জঈশ জঙ্গি

পুলওয়ামা হামলায় প্রথম গ্রেফতারি এনআইএ-র, জালে জঈশ জঙ্গি

  • |
Google Oneindia Bengali News

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় গত বছরের ফেব্রুয়ারি মাসে সেনাবাহিনীর ওপর জঙ্গি হামলার ঘটনার এক বছর পরে এনআইএ প্রথম গ্রেপ্তারিতে সফল হল। জঙ্গিগোষ্ঠী জঈশ ই মহম্মদের একজন জঙ্গিতে গ্রেফতার করেছে এনআইএ। গত বছরের ফেব্রুয়ারিতে যে হামলা হয়েছিল সেখানে ৪০ জন সিআরপিএফ জওয়ান শহিদ হন। সেই মামলাতেই এই প্রথম কাউকে গ্রেফতার করল এনআইএ।

প্রথম গ্রেফতার

প্রথম গ্রেফতার

গ্রেপ্তার হওয়া অভিযুক্তের নাম শাকির বশির মাগরে। সে পুলওয়ামার কাকাপোরা এলাকার হাজিবলের বাসিন্দা। শাকির আত্মঘাতী জঙ্গি আদিল আহমেদ দারকে বাসস্থান ও অন্যান্য বেশ কিছু বিষয়ে সাহায্য করেছিল।

কীভাবে পরিচয়

কীভাবে পরিচয়

২০১৮ সালের মাঝামাঝি সময়ে পাকিস্তানি জঙ্গি মহম্মদ ওমর ফারুকের সঙ্গে তার পরিচয় হয়। সেই আদিল আহমেদ দারের সঙ্গে শাকিরের পরিচয় করায়। পরে শাকির জঈশ-ই-মহম্মদের কর্মী হিসেবে কাজ শুরু করে।

বাড়িতে আইইডি তৈরি

বাড়িতে আইইডি তৈরি

২০১৮ সাল থেকেই পাকিস্তানি জঙ্গি ফারুক ও কাশ্মীরের বাসিন্দা আদিল আহমেদ দারকে নিজেদের বাড়িতে থাকতে দিয়েছিল শাকির। সেখানেই আইইডি বিস্ফোরক তৈরি করা হয়েছিল। এই শাকিরই জম্মু-শ্রীনগর হাইওয়েতে সিআরপিএফের কনভয়ের গতিবিধিতে নজরে রাখত।

কীভাবে ষড়যন্ত্র

কীভাবে ষড়যন্ত্র

কীভাবে হাইওয়েতে সিআরপিএফ জওয়ানদের গাড়ি যাতায়াত করে, সেই সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্যও আদিল আহমেদকে দিয়েছিল এই শাকিব। যার ভিত্তিতেই বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে সেনা কনভয়ে হামলা চালায় আদিল এবং যার পরিণতিতে মর্মান্তিক ঘটনা ঘটে।

English summary
NIA made first arrest on Pulwama terror attack
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X