For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ! এনআইএ-র হাতে গ্রেফতার মুন্দ্রা ডকইয়ার্ডের সুপারভাইসর

পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ! এনআইএ-র হাতে গ্রেফতার মুন্দ্রা ডকইয়ার্ডের সুপারভাইসর

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর হয়ে কাজ করার অভিযোগ। এনআইএ-র হাতে গ্রেফতার গুজরাতের মুন্দ্রা ডকইয়ার্ডের সুপারভাইসর। এনআইএ-র তরফে জানানো হয়েছে ধৃত ব্যক্তির নাম রাজাকভাই কুম্ভার। গুজরাতের পশ্চিম কচ্ছের বাসিন্দা হলেও, উত্তরপ্রদেশের একটি ঘটনার তদন্তে তাকে গ্রেফতার করা হয়েছে।

এফআইআর দায়ের করা হয় ১৯ জানুয়ারি

এফআইআর দায়ের করা হয় ১৯ জানুয়ারি

এনআইএ-র তরফে আরও জানানো হয়েছে, এই ঘটনার জন্য লখনৌ-এর গোমতী নগর পুলিশ থানায় ১৯ জানুয়ারি এফআইআর দায়ের করা হয়েছিল। এর আগে এই মামলায় মুঘলসরাই থেকে মহঃ রশিদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল।

৬ এপ্রিল নতুন করে মামলা দায়ের

৬ এপ্রিল নতুন করে মামলা দায়ের

ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা এবং ইউএপিএ-র ধারায় নতুন করে মামলাটি দায়ের করে এনআইএ। ৬ এপ্রিল নতুন করে মামলা শুরু করা হয়। তদন্তে এনআইএ দেখেছে রশিদ নামে ওই ব্যক্তি পাকিস্তানের প্রতিরক্ষা এবং আইএসআই হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ রাখে। প্রতিবেশী দেশে দুবার সে গিয়েছে বলেও জানা গিয়েছে।

আইএসআই-এর এজেন্ট হিসেবে কাজ

আইএসআই-এর এজেন্ট হিসেবে কাজ

এনআইএ-র অভিযোগ অভিযুক্ত ব্যক্তি ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানের ছবি তুলে পাঠিয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর চলাচল সম্পর্কেও তথা পাঠিয়েছে আইএসআই-এর কাছে।

 জনৈক রিজওয়ানের অ্যাকাউন্টে টাকা দিয়েছে কুম্ভার

জনৈক রিজওয়ানের অ্যাকাউন্টে টাকা দিয়েছে কুম্ভার

তদন্তে এনআইএ দেখেছে পেটিএম-এর মাধ্যমে জনৈক রিজওয়ানের অ্যাকাউন্টে টাকা দিয়েছে গুজরাতের মুন্দ্রা ডকইয়ার্ডের সুপারভাইস কুম্ভার। যেখানে থেকে টাকা পৌঁছে গিয়েছে প্রধান অভিযুক্ত রশিদের কাছে।

এখনও বিদেশ সফরে বিপদ কাটেনি, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক উড়ানে নিষেধাজ্ঞা বহালএখনও বিদেশ সফরে বিপদ কাটেনি, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক উড়ানে নিষেধাজ্ঞা বহাল

English summary
NIA has arrested supervisor of Mundra dockyard in Gujarat in connection with ISI
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X