For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে রেলদুর্ঘটনার নেপথ্যে কে ? এনআইএ-এর ইঙ্গিত কোনদিকে ?

ভারতে পর পর রেল দুর্ঘটনার নেপথ্যে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই-এর হাত রয়েছে বলে এবার দাবি করল জাতীয় তদন্তকারী দল বা এনআইএ।

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৭ জানুয়ারি : ভারতে পর পর রেল দুর্ঘটনার নেপথ্যে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই-এর হাত রয়েছে বলে এবার দাবি করল জাতীয় তদন্তকারী দল বা এনআইএ। গত সপ্তাহের অন্ধ্র প্রদেশের কনেরু রেল দুর্ঘটনা, তার আগে কানপুর রেল দুর্ঘটনা সমেত একাধিক রেল দুর্ঘটনায় প্রাথমিক তদন্তে এনআইএ- এর হাতে উঠে এল এই তথ্য। এর আগে ঘটনার তদন্ত করতে গিয়ে বিহার পুলিশও একই দাবি করে।[এনআইএ-র হাতে গ্রেফতার উলফা নেতা গগন হাজারিকা]

সূত্রের খবর, মোতিহারি থেকে ধৃত ৩ অভিযুক্ত মুকেশ যাদব, পটেল ও মোতিলালকে জেরা করে এনআইএ-এর কাছে এই তথ্য উঠে এসেছে। এনআইএ-এর তরফে জানানো হয়েছে, বিহার পুলিশ যা দাবি করেছে তার সঙ্গে, ধৃতদের বয়ান মিলছে। পাশপাশি প্রযুক্তিগত ক্ষেত্রেও যা প্রমাণ উঠে আসছে তার সাথেও মিল রয়েছে ধৃতদের বয়ানের। তাদের জিজ্ঞাসাবাদ পর্ব থেকেই,উঠে এসেছে ঘোরাসাহানের রেল লাইনে ধৃতদের বিস্ফোরণের চেষ্টার তথ্যও।[পাঠানকোটে পাক জঙ্গি হামলার 'কোড নেম' জানাল এনআইএ]

ভারতে রেলদুর্ঘটনার নেপথ্যে কে ? এনআইএ-এর ইঙ্গিত কোনদিকে ?

গোটা তদন্তে বেরিয়ে আসছে বেশ কয়েকটি নাম। তার মধ্যে রয়েছে নেপালি এক দালাল ব্রিজ কিশোর গিরি, দুবাইয়ে অবস্থিত ঘটনার অন্যতম চক্রী সামশুল হুদা, করাচির আইএসআই এজেন্ট শাফি শেখ। যাদের নাম থেকে সূত্র ধরে, এনআইএ-এ ঘটনার সঙ্গে আইএসআই-এর গভীর সম্পর্ক খুঁজে পেয়েছে।[জঙ্গিরা কত মাস মাইনে পায়? মৃত জঙ্গির পরিবার কত ক্ষতিপূরণ পায়? চাঞ্চল্যকর রিপোর্ট গোয়েন্দাদের]

ঘটনার আগে, গত আগস্ট মাসে ধৃতরা দুবাইয়ের সামশুল হুদা ও করাচির আইএসআই এজেন্ট শাফি শেখের সঙ্গে তাদের কথা হয় বলে জানতে পারা গেছে। কথাবার্তায়, ভারতের বিভিন্ন প্রান্তে রেল দুর্ঘটনা ঘটাবার বিষয়ে চক্রান্ত হয়। ঠিক হয় আইইডি বিস্ফোরণ ঘটিয়ে এই রেল দুর্ঘটনার ছক কষে তারা।[ভারতে স্লিপার সেল তৈরিতে ব্যস্ত আইএস জঙ্গিরা!]

ঘটনায় ধৃত মুকেশ যাদব, পটেল ও মোতিলালকে আরো জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে এনআইএ। এছা়ড়াও ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নয়াদিল্লি থেকে যাদের গ্রেফতার করা হয়েছে তাদেরও এনআইএ নিজেদের হেফাজতে নিতে চাইছে। এদিকে, কানেরু রেল দুর্ঘটনা কাণ্ডে তদন্ত এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে, সেক্ষেত্রেও এনআইএ গোটা দুর্ঘটনায় আইএসআই-এর হাত থাকার তথ্য উড়িয়ে দিচ্ছে না।

অন্যদিকে কিছুদিন আগেই, উত্তর প্রদেশের ডিজিপি জাভেদ আহমেদ কানপুর রেল দুর্ঘটনার সঙ্গে আইএসআই -এর জড়িত থাকার তথ্য উড়িয়ে দেন। তিনি বলেন,যে ৩ জনকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক করা হয়েছে, তাদের সঙ্গে ঘটনার সম্পর্ক পাওয়া যাচ্ছেনা। তাদের আটক করার নেপথ্যেও নেই শক্ত জমি। ফলত গোটা ঘটনার তদন্ত কোন দিকে মোড় নেয় এখন সেটাই দেখার।

English summary
he National Investigation Agency (NIA), which is probing three cases involving an attempt to blast tracks in East Champaran, the Indore-Patna Express derailment and last week's Koneru rail accident, has prima facie found to be correct the Bihar police's line of investigation pointing to an ISI-backed sabotage plot to cause train mishaps in India. The agency feels the ISI angle merits further probe.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X