ভারতের বিভিন্ন জায়গায় হামলার পরিকল্পনা! এনআইএ হেফাজতে ধৃত ১৬
ভারতের বিভিন্ন জায়গায় হামলার পরিকল্পনার অভিযোগে ধৃত ১৬ জনকে ৮ দিনের হেফাজতে পেল এনআইএ। জাতীয় তদন্তকারী সংস্থার দাবি, ১৬ জন কেউ কেউ অল কায়দা, ইসলামিক স্টেট কিংবা স্টুডেন্ট ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে জড়িত। প্রসঙ্গত এই ১৬ জনের মধ্যে ১৪ জনকে ধরে আনা হয়েছে আরব আমীরশাহি থেকে। এনআইএ-র অভিযোগ ধৃতরা আনসারুল্লা নামে জঙ্গি সংগঠন গঠন করেছিল। অর্থ সংগ্রহের পাশাপবাশি দেশের বিভিন্ন জায়গায় জঙ্গি হামলারও প্রস্তুতি নিচ্ছিল তারা।

প্রকাশিত খবর অনুযায়ী, এনআইএ দাবি করেছে, ধৃতরা ভারতে জঙ্গি হামলার জন্য লোক নিয়োগও শুরু করেছিল। এছাড়াও, জঙ্গি মতাদর্শ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল। এছাড়াওবিস্ফোরক, বিষ, অস্ত্র চালানোরর মাধ্যমে জঙ্গি কার্যকলাপ বৃদ্ধির বিষয়টিও তাদের সমর্থকদের কাছে তুলে ধরছিল বলে অভিযোগ।
এনআইএ জানিয়েছে, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ৯ জুলাই ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়েক করা হয়। তারা দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার প্রস্তুতি নিচ্ছিল বলেও অভিযোগ।
অভিযুক্তদের আইনজীবীরা আদালতে এনআইএ-র আবেদনের বিরোধিতা করেন। তাঁদের দাবি, হাসান আলি উইনুস মারিকার এবং হরিশ মহম্মদ ছাড়া সবাই বিদেশে কাজ করত। তাদের হঠাৎই ভারতে ফেরত পাঠানো হয় এবং গ্রেফতার করা হয়।
এনআইএ-র তরফে দাবি করা হয়েছে, ভারতে হামলার পাশাপাশি জঙ্গি কার্যকলাপের প্রস্তুতি চালাচ্ছিল অভিযুক্তরা। দেশে ইসলামি শাসন প্রবর্তণ করতে চায় তারা। এনআইএ-র তরফে চেন্নাই ছাড়াও নাগাপত্তিনামেও তল্লাশি চালানো হয়।
অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা প্রয়োগ করা হয়েছে। তল্লাশি অভিযান চালানোর সময় নটি মোবাইল ফোন, ১৫ টি সিম কার্ড, ৭ টি মেমোরি কার্ড, ৩ টি ল্যাপটপ, ৫ টি হার্ডডিস্ক, ৬ টি পেন ড্রাইভ, ২ টি ট্যাবলেট এবং ৩ টি সিডি এবং ডিভিডি, পুস্তিকা, ব্যানার, পোস্টার উদ্ধার করেছে এনআইএ।