পুলওয়ামায় তল্লাশি চালালো এনআইএ, ধৃত দুই জঙ্গি
জঙ্গিদের আর্থিক সহায়তা মামলায় এনআইএ বুধবার তল্লাশি চালালো পুলওয়ামার করিমবাদে।

মঙ্গলবার পুলওয়ামা পুলিশ গ্রেফতার করে দুই জঙ্গিকে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিস্ফোরক ও কার্তুজ। ধৃত দুই জঙ্গির নাম আকিব মকবুল লোন ও নাসির আহমেদ হুরা। তারা উভয়ই পুলওয়ামার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, ধৃত দুই জঙ্গি কাশ্মীরের বেশ কিছু নাশকতার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে। এছাড়াও পুলওয়ামা ও তার সংলগ্ন এলাকার শান্তি ও স্বাভাবিক জীবন ভঙ্গ করতে নাশকতার পরিকল্পনা করছিল।
গত বছরের ১৪ ফেব্রুয়ারি এই পুলওয়ামাতেই সিআরপিএফ জওয়ানদের ওপর হামলা চালায় জৈশ-ই-মহম্মদের ফিঁদায়ে (আত্মঘাতী জঙ্গি)। এই ঘটনায় নিহত হয় ৪০ জন জওয়ান। দেশজুড়ে এই ঘটনায় প্রতিবাদের ঝড় ওঠে। হামলায় ব্যবহার করা হয়েছিল ৮০ কেজি বিস্ফোরণ। যদিও এই বিস্ফোরণ কোথা থেকে জঙ্গিরা পেয়েছে সে বিষয়ে এখনও কিছুই জানাতে পারেনি এনআইএ। এই ঘটনার কিছুদিন পরই বালাকোটে হামলা চালায় ভারতীয় বায়ুসেনা। উড়িয়ে দেওয়া হয় জৈশের বেশ কয়েকটি ঘাঁটি।