For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০৪৭ সালের মধ্যেই ইসলামিক রাষ্ট্র তৈরির ছক কষে PFI! তৈরি হয় বিশেষ 'Killer Squads': NIA

কর্নাটকে (Karnataka) প্রবীণ নেত্তারু হত্যা মামলায় (Praveen Nettaru Murder Case) বড় পদক্ষেপ এনআইএ (NIA)-র।

  • |
Google Oneindia Bengali News

NIA Investigation: কর্নাটকে (Karnataka) প্রবীণ নেত্তারু হত্যা মামলায় (Praveen Nettaru Murder Case) বড় পদক্ষেপ এনআইএ (NIA)-র। আর এই মামলায় ২০ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উল্লেখ্য, গত ২৬ জুলাই, ২০২২ সালে দক্ষিণ কন্নড়ের বেল্লারে বিজেপি যুব মোর্চা (BJYM)- নেতা প্রবীণকে খুন করা হয়।

তাঁর দোকানের সামনেই ঘটে এই ঘটনা। বাইকে এসে কয়েক দুষ্কৃতী ছুরি মেরে প্রবীণকে খুন করে। আর সেই মামলার তদন্তভার যায় এনআইএ'র হাতে। আর এই মামলার তদন্তেই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

৪৭ সালের মধ্যে ইসলাকিম শাসন!

৪৭ সালের মধ্যে ইসলাকিম শাসন!

এনআইএ'র তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। দীর্ঘ তদন্তে Popular Front of India-এর জড়িত থাকার প্রমাণও সামনে উঠে এসেছে। এই ঘটনায় পিএফআইয়ের বেশ কয়েকজনের খোঁজ পাননি তদন্তকারীরা। ইতিমধ্যে তাঁদের বিরুদ্ধে পুরস্কার ঘোষণা করা হয়েছে। এই তদন্তে পিএফআইয়ের এজেন্ডা নিয়েও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন আধিকারিকরা। যার মধ্যে আগামী ২৪ বছর অর্থাৎ ২০৪৭ সালের মধ্যে ইসলামিক দেশ গঠন করার মতো ষড়যন্ত্র লুকানো আছে বলেও তদন্তকারীরা জানতে পেরেছেন।

সার্ভিস টিম বা কিলার স্কোয়াড তৈরি হয়

সার্ভিস টিম বা কিলার স্কোয়াড তৈরি হয়

তদন্তে পিএফআইয়ের কার্যকলাপ নিয়ে আরও বেশ কিছু তথ্য উঠে এসেছে। যেমন আতঙ্কের পরিবেশ তৈরি করা, সাম্প্রদায়িক অশান্তি বিভিন্ন জায়গাতে ছড়িয়ে দেওয়াটাও পিএফআইয়ের অন্যতম ছক ছিল বলেও জানতে পেরেছেন আইআইএ'র আধিকারিকরা। এমনকি আগামী ২০৪৭ সালের মধ্যে ভারতে ইসলামিক শাসন প্রতিষ্ঠার ভাবনাকে এগিয়ে নিয়ে যেতে একাধিক পরিকল্পনা পিএফআই ছিল। যার মধ্যে অন্যতম সার্ভিস টিম বা কিলার স্কোয়াড নামে গোপন দল গঠন। শত্রুদের হত্যা করার জন্যেই নাকি এই স্কোয়াড গঠনের উদ্দেশ্যে ছিল বলে জানা যায়।

দুই অভিযুক্তের খোঁজ করছে এনআইএ।

দুই অভিযুক্তের খোঁজ করছে এনআইএ।

অন্যদিকে বিজেপি যুব নেতা খুনের ঘটনায় দুই অভিযুক্তের খোঁজ করছে এনআইএ। ইতিমধ্যে অভিযুক্তদের খোঁজ দিতে পারলে পাঁচ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে। NIA এই মামলার অভিযুক্ত 53 বছর বয়সী মহম্মদ শরীফ এবং 40 বছর বয়সী মাসুদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য 5 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। এই দুজনই পিএফআই'য়ের সক্রিয় কর্মী বলে জানা যাচ্ছে। বলে রাখা প্রয়োজন, পিএফআই নিয়ে যথেষ্ট কড়া কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে দেশজুড়ে পিএফআই মডিউল ভাঙতে একাধিক জায়গাতে তল্লাশি চালানো হয়েছে। একাধিক ফান্ড বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

English summary
NIA chargesheet says PFI wants islamic rule in India by 2047
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X