For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

NIA Bill পাশ রাজ্যসভায়, তদন্তের পরিধি বাড়ল জাতীয় তদন্তকারী দলের

জাতীয় তদন্তকারী দল এনাইএ-র সাফল্যের গণ্ডি এতদিন আবদ্ধ ছিল জঙ্গিকার্যকলাপ দমন ঘিরে।

  • |
Google Oneindia Bengali News

জাতীয় তদন্তকারী দল এনাইএ-র সাফল্যের গণ্ডি এতদিন আবদ্ধ ছিল জঙ্গিকার্যকলাপ দমন ঘিরে। এবার তার পরিসর আরও বাড়তে চলেছে। মোদী সরকার মসনদ দখল করতেই এনআইএ-র শক্তি আরও বাড়িয়ে দেওয়ার পথে একধাপ এগিয়ে গেল কেন্দ্র। রাজ্য সভায় আজ পাশ হয়ে গিয়েছে এনআইএ বিল।

এনআইএ বিল পাশ রাজ্যসভায়, তদন্তের পরিধি বাড়ল জাতীয় তদন্তকারী দলের

সর্বসম্মতভাবে এদিন রাজ্যসভায় পাশ হয়েছে এনআইএ বিল। তবে সিপিএমের তরফে এই বিলকে সিলেক্ট কমিটির কাছে পাঠানোর জন্য বারবার আবেদন করা হয়েছে। বিপক্ষ শিবির সংশয় প্রকাশ করে যে, এই বিল নিয়ে অপব্যবহার হতে পারে। তবে সবশেষে রাজ্য সভায় সর্বসম্মতভাবে এনআইএ বিল পাশ হয়েছে। ফলে এবার থেকে এনআইএ শুধুমাত্র জঙ্গি কার্য কলাপ নিয়েই তদন্ত করবে না। সাইবার ক্রাইম ও মানুষ পাচারের বিষয় নিয়েও তদন্ত করবে এই জাতীয় তদন্তকারী দল। এখন কেবলমাত্র এই পদক্ষেপের আগে কয়েকটি আনুষ্ঠানিক রীতি বাকি রয়েছে।এদিন সংসদকে নিশ্চিত করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দেন, কোনো মতেই এনআইএ বিল অপব্যবহার হবে না। আপাতত বিলটি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে সম্মতি পাওয়ার অপেক্ষায়। সেই সম্মতি পেলেই লাগু হয়ে যাবে বিলটি।

English summary
NIA Bill passed in Rajya Sabha .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X