জঙ্গি যোগ সন্দেহে উপত্যকার বিচ্ছিন্নতাবাদী নেত্রীর সম্পত্তি বাজেয়াপ্ত করল এনআইএ
কাশ্মীরে এখন প্রায় কোনঠাসা অবস্থা বিচ্ছিন্নতাবাদীদের। কয়েকদিন আগেই হুরিয়ত নেতারা সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন। অমরনাথ যাত্রা শুরু হওয়ার আগেই কাশ্মীর সফর করেছেন কেন্দ্রীয় স্বররাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কাশ্মীরের রাজ্যপালও দাবি করেছেন, এখন উপত্যকার পরিস্থিতি অনেকটাই বদলেছে। পাকিস্তান থেকে জঙ্গি মদতে টাকা আসা প্রায় বন্ধই হয়ে গিয়েছে। এতোটাই খারাপ অবস্থা বিচ্ছিন্নতাবাদীদের যে কাজ চালাতে সমাজ কল্যাণের নামে অর্থ সংগ্রহ করছেন তাঁরা। উপত্যকায় এক কথায় কোনঠাসা হয়ে পড়েছেন বিচ্ছিন্নতাবাদী নেতারা।

এরই মধ্যে এনআইএ বুধবার আসিয়া আন্দ্রবি নামে এক বিচ্ছিন্নতাবাদী নেতার সম্পত্তি বােজয়াপ্ত করে। তাঁর বিরুদ্ধে সরাসরি জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। তাঁর বাড়িতেও তল্লাশি চালিয়েছেন তদন্তকারীরা। তারপরেই নেত্রীর বাড়ি সিল করে দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে একাধিক বেআইনি কাজের অভিযোগ রয়েছে। এনআইএ-র তদন্তকারীরা জানিয়েছেন, নেত্রীর বাড়ি থেকেই একাধিক জঙ্গি কার্যকলাপ চালানো হত।
নেত্রীর পরিবারের লোকেদের সেই বাড়িতে থাকার অনুমতি দেওয়া হলেও এই বাড়ি তাঁরা বিক্রি করতে পারবেন না বলে জানানো হয়েছে। উপত্যকার বিচ্ছিন্নতাবাদী সংগঠন দুখতরন-এ-মিলান্তের নেত্রী আসিয়া আন্দ্রেবি জেরায় স্বীকার করেছেন, উপত্যকার জঙ্গিদের সরাসরি অর্থ সাহায্য করতেন তিনি। বিদেশ থেকে অর্থ সংগ্রহ করে জঙ্গিদের সরবরাহ করতেন তিনি। এমনকী লস্করের জঙ্গি নেতা হাফিজ সইদের সঙ্গেও তাঁর যোগাযোগ ছিল বলে জানিয়েছেন আসিয়া আন্দ্রেবি। ২০১১ সাল থেকে এই কাজ করছেন তিনি। সেকথাও তদন্তকারীদের কাছে স্বীকার করেছেন তিনি.