For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খাগড়াগড় কাণ্ডে জালে মূল অভিযুক্ত কওসর সঙ্গী হবিবুর! ভিন রাজ্য থেকে গ্রেফতার অন্যতম অভিযুক্ত

ভিন রাজ্য থেকে গ্রেফতার খাগড়াগড় কাণ্ডের অন্যতম অভিযুক্ত হবিবুর রহমান শেখ।

  • |
Google Oneindia Bengali News

ভিন রাজ্য থেকে গ্রেফতার খাগড়াগড় কাণ্ডের অন্যতম অভিযুক্ত হবিবুর রহমান শেখ। বিস্ফোরণের পর থেকেই ফেরার ছিল আদতে বীরভূমের এই বাসিন্দা। এদিন তাঁকে বেঙ্গালুরুর কাছে দোদাবাল্লাপুর থেকে গ্রেফতার করে এনআইএ। সূত্রের খবর অনুযায়ী,এর জন্য ১০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল এনআইএ।

খাগড়াগড় কাণ্ডে জালে কওসর সঙ্গী হবিবুর! ভিন রাজ্য থেকে গ্রেফতার অন্যতম অভিযুক্ত

প্রায় ৫ বছর আগে ২০১৪-র ২ অক্টোবর বর্ধমান শহরের কাছে খাগড়াগড়ের একটি দোতলা বাড়িতে বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়। বিস্ফোরণের পর
ঘটনাস্থল থেকে ২ মহিলাকে গ্রেফতার করে পুলিশ। প্রথমের দিকে রাজ্য প্রশাসনের তরফে বিষয়টিকে সাধারণ বিস্ফোরণ হিসেবে বলা বলেও, পরে মতের পরিবর্তন হয়।
তদন্তে ফাঁস হয়ে বড় নাশকতার ছক। এরপরেই তদন্তভার যায় এনআইএ-র হাতে।

এখনও পর্যন্ত এই কাণ্ডে অনেককেই গ্রেফতার করা হয়েছে। এবছরের শুরুর দিকে জামাত জঙ্গি কওসরকে জেরা করে কদর গাজি ও সাজ্জাদ আলিকে গ্রেফতার করা হয়েছিল। ফেব্রুয়ারিতে কেরলের মল্লাপুরম এলাকা থেকে আব্দুল মতিন নামে খাগড়াগড় কাণ্ডে জড়িত জঙ্গিকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ। ২০১৮-র অগাস্টে কর্নাটক থেকে খাগড়াগড় কাণ্ডের মাস্টার মাইন্ড কওসরকে গ্রেফতার করা হয়েছিল। ২০১৭-র ডিসেম্বরে বাংলাদেশ থেকে গ্রেফতার করা হয়েছিল এই কাণ্ডের অন্যতম আসামী আবু সইদকে। ভারতে সে শ্যামল শেখ নামে পরিচিত ছিল।

মঙ্গলবার ধৃত হবিবুর রহমান শেখ কওসর-এর ছায়া সঙ্গী বলে জানা গিয়েছে। বেঙ্গালুরুর কাছে দোদাবাল্লাপুরের চিক্কাপেট মসজিদের ইমাম এই অভিযুক্তকে আশ্রয় দিয়েছিল বলে জানা গিয়েছে। ট্রানজিট রিমান্টে এই হবিবুর রহমানকে কলকাতায় আনা হচ্ছে।

English summary
NIA arrested one of the important accused of Khagragarh from Bengaluru
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X