For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুপ্রিম কোর্টে নারদ মামলার মুলতুবি! মমতার আবেদনের ভিত্তিতে পরবর্তী শুনানি শুক্রবার, জানাল নতুন ডিভিশন বেঞ্চ

সুপ্রিম কোর্টে (supreme court) নারদ মামলার (narad case) পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে শুক্রবার। এদিন দিনের শুরুতে বিচারপতি অনিরুদ্ধ বসু (justice aniruddha bose) নিজেকে এই মামলা থেকে সরিয়ে নেওয়ায় এদিনের শুনানিতে অনিশ্চ

  • |
Google Oneindia Bengali News

সুপ্রিম কোর্টে (supreme court) নারদ মামলার (narad case) পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে শুক্রবার। এদিন দিনের শুরুতে বিচারপতি অনিরুদ্ধ বসু (justice aniruddha bose) নিজেকে এই মামলা থেকে সরিয়ে নেওয়ায় এদিনের শুনানিতে অনিশ্চয়তা দেখা দেয়। পরে অবশ্য নতুন বেঞ্চ গঠন করে শুনানি শুরু হয়। বিচারপতিদ্বয় শুনানির দিন ধার্য করেছেন পরবর্তী শুক্রবার।

সুপ্রিম কোর্টে আইনমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর আবেদন

সুপ্রিম কোর্টে আইনমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর আবেদন

নারদ মামলার শুনানি চলছে কলকাতা হাইকোর্টের পাঁচ সদস্যের বেঞ্চের সামনে। সেখানে সিবিআই-এর তরফে রাজ্য থেকে নারদ মামলা সরানোর আবেদন করা হয়েছে। এর বিরোধিতা করে রাজ্য সরকার হলফনামা দিতে চাইলেও তা দিতে দেওয়া হয়নি। রাজ্য সরকার এবং আইনমন্ত্রী দাবি করেন সিবিআই-এর অভিযোগের বিরুদ্ধে নিজেদের অবস্থান সম্পর্কে জানানো অধিকার তাদের রয়েছে। প্রসঙ্গত সিবিআই অভিযোগ করেছিল, ১৭ মে নারদ মামলায় চার নেতাকে গ্রেফতারের পরে সিবিআই দফতরের সামনে ব্যাপক বিক্ষোভে নেতৃত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রী।

এদিন সকালেই তাল কাটে

এদিন সকালেই তাল কাটে

এদিন অবশ্য দিনের শুরুতেই তাল কাটে। সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছিল দুই বিচারপতি অনিরুদ্ধ বসু এবং হেমন্ত গুপ্তের বেঞ্চ এই মামলার শুনানি করবে। যদিও সকালেই অনিরুদ্ধ বসু জানান, তিনি এই মামলার শুনানিতে অংশগ্রহণ করবেন না। এরপরেই অপর বিচারপতি হেমন্ত গুপ্ত প্রধান বিচারপতির কাছে নতুন বেঞ্চ গঠনের অনুরোধ করেন। পাশাপাশি এদিনই যাতে শুনানি হয়, তার জন্যই অনুরোধ করেন। পরে সুপ্রিম কোর্টের তরফে বিচারপতি বিনীত সরণ এবং বিচারপতি দীনেশ মাহেশ্বরীর বেঞ্চের কাছে এই মামলা পাঠানো হয়। প্রসঙ্গত এর আগে বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় ভোট পরবর্তী হিংসার মামলা নিয়ে শুনানি গ্রহণ থেকে সরে দাঁড়িয়েছিলেন।

পরবর্তী শুনানি শুক্রবার

পরবর্তী শুনানি শুক্রবার

বেলা দুটো নাগাদ বিচারপতি বিনীত সরণ এবং বিচারপতি দীনেশ মাহেশ্বরীর বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয়। সূত্রের খবর অনুযায়ী, বিচারপতিদ্বয় জানতে চায় একদিনের শুনানিতেই কাজ হবে কিনা। সেই সময় দুপক্ষের আইনজীবীরা তাতে সায় দিলে শুক্রবার শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়। পাশাপাশি শুনানি আজকের মতো মুলতুবি করে দেওয়া হয়।

আপাতত নারদ মামলার শুনানি হাইকোর্টে না করতে আবেদন

আপাতত নারদ মামলার শুনানি হাইকোর্টে না করতে আবেদন

এদিন বিচারপতি বিনীত সরণ এবং বিচারপতি দীনেশ মাহেশ্বরী কলকাতা হাইকোর্টের ৫ সদস্যের ডিভিশন বেঞ্চের কাছে অনুরোধ করেন, একই বিষয়ে যেন শুক্রবার পর্যন্ত কোনো শুনানি না গ্রহণ করা হয়। সাধারণভাবে কোনও মামলা যদি দুটি আদালতে একইসঙ্গে চলার পরিস্থিতি তৈরি হয়, তখন নিম্নতর আদালতে সেই শুনানি স্থগিত রাখা হয়। এদিনও তাই করা হয়েছে।

উত্তরবঙ্গকে বিচ্ছিন্ন করার দাবি, বিজেপি সাংসদ জন বার্লা পাশে পেলেন দলের দুই বিধায়ককেউত্তরবঙ্গকে বিচ্ছিন্ন করার দাবি, বিজেপি সাংসদ জন বার্লা পাশে পেলেন দলের দুই বিধায়ককে

উত্তরবঙ্গকে বিচ্ছিন্ন করার দাবি, বিজেপি সাংসদ জন বার্লা পাশে পেলেন দলের দুই বিধায়ককেউত্তরবঙ্গকে বিচ্ছিন্ন করার দাবি, বিজেপি সাংসদ জন বার্লা পাশে পেলেন দলের দুই বিধায়ককে

English summary
Next hearing of Narad case on Mamata Banerjee's appeal will be heared on Friday 25 June
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X