For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিউজ এক্স-এর বুথ ফেরত সমীক্ষায় কোন রাজ্যে কারা এগিয়ে, দেখুন একনজরে

নিউজএক্স-এর বুথ ফেরত সমীক্ষায় কোন ফলাফল উঠে এসেছে। তা বাকীদের থেকে আলাদা কী, দেখে নেওয়া যাক একনজরে।

  • |
Google Oneindia Bengali News

বিভিন্ন রাজ্যে এক এক রকমের ফলাফল হচ্ছে। কোথাও এগিয়ে বিজেপি তো কোথায় এগিয়ে কংগ্রেস। আবার কোথাও আঞ্চলিক দলগুলি। তবে নানা মাধ্যমেরক সমীক্ষায় অ্যাডভান্টেজ কংগ্রেসের। অপরদিকে বেশ চাপে কেন্দ্রের শাসক দল কংগ্রেস। এই অবস্থায় নিউজএক্স-এর বুথ ফেরত সমীক্ষায় কোন ফলাফল উঠে এসেছে। তা বাকীদের থেকে আলাদা কী, দেখে নেওয়া যাক একনজরে।

তেলাঙ্গানার সমীক্ষা

তেলাঙ্গানার সমীক্ষা

তেলাঙ্গানায় বিজেপি পেতে চলেছে ৬টি আসন যা আগের বারের চেয়ে ১টি বেশি। কংগ্রেস পেতে পারে ৪৬টি আসন যা গতবারের চেয়ে ১০টি বেশি। টিআরএস পেতে পারে ৫৭টি আসন যা গতবারের চেয়ে ৬টি কম ও অন্যান্যদের ভাগ্যে জুটতে পারে ১০টি আসন যা আগের বারের চেয়ে ৫টি কম।

রাজস্থানের সমীক্ষা

রাজস্থানের সমীক্ষা

এরাজ্যে গতবারে বিজেপি পেয়েছিল ১৬৩টি আসন। তা এবার ৮৩টি কমে হতে পারে ৮০টি আসন। কংগ্রেস গতবারে পেয়েছিল ২১টি আসন। সেটা ৯১টি বেড়ে কংগ্রেস পৌঁছতে পারে ১১২টি আসনে। আর অন্যান্যরা যেখানে গতবারে ১৬টি আসন পেয়েছিল তা ৯টি কমে ৭টিতে পৌঁছতে পারে।

[আরও পড়ুন:তেলাঙ্গানার তখতে কে বসছেন! স্থানীয় তেলুগু চ্যানেল এগিয়ে রাখছে কাদের ][আরও পড়ুন:তেলাঙ্গানার তখতে কে বসছেন! স্থানীয় তেলুগু চ্যানেল এগিয়ে রাখছে কাদের ]

মধ্যপ্রদেশের সমীক্ষা

মধ্যপ্রদেশের সমীক্ষা

মধ্যপ্রদেশেও গদি হারাতে চলেছে বিজেপি। আগের বারের চেয়ে ৫৯টি আসন কমে বিজেপি পেতে পারে ১০৬টি আসন। কংগ্রেসের ৫৪টি আসন বেড়ে পৌঁছতে পারে ১১২টি আসন। অন্য দলগুলির ৫টি আসন বেড়ে ১২টিতে পৌঁছতে পারে।

[আরও পড়ুন:রাজস্থানে রিপাবলিক টিভির 'পোল অব পোলস'-এর সমীক্ষায় এগিয়ে কে ][আরও পড়ুন:রাজস্থানে রিপাবলিক টিভির 'পোল অব পোলস'-এর সমীক্ষায় এগিয়ে কে ]

ছত্তিশগড়

ছত্তিশগড়

ছত্তিশগড়ের ৯০টি আসনের ভোটে কোনও দলই দেখা যাচ্ছে একক সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছতে পারছে না। বিজেপির ৬টি আসন কমে হতে পারে ৪৩টি। কংগ্রেসের ১টি আসন বেড়ে হতে পারে ৪০টি। অন্যদের ৫টি আসন বেড়ে হতে পারে ৭টি আসন।

[আরও পড়ুন:ছত্তিশগড়ে রিপাবলিক টিভির 'পোল অব পোলস'-এর সমীক্ষায় এগিয়ে কে ][আরও পড়ুন:ছত্তিশগড়ে রিপাবলিক টিভির 'পোল অব পোলস'-এর সমীক্ষায় এগিয়ে কে ]

English summary
NewsX Exit Poll results of Rajasthan, Madhya Pradesh, Telangana and Chhattisgarh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X