উত্তরপ্রদেশে ঘুমের মধ্যে খুন নবদম্পতি
এক নবদম্পতির দেহ নিজেদের ঘরে গলা কাটা অবস্থায় পাওয়া গেছে। ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে। কিন্তু কেন ঘটল এমন ঘটনা? ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ কিন্তু ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করে দিয়েছেন। তবে কে বা কারা এমন ঘটনা ঘটাল, তা এখনও পর্যন্ত জানা যায়নি।

ডিসিপি ব্রজেশ শ্রীবাস্তব জানান, মৃতের নাম শিবম তিওয়ারি, বয়স ২৭ বছর। তিনি পেশায় একজন বিক্রেতা। তাঁর স্ত্রীর নাম জুলি তিওয়ারি, বয়স ২৪ বছর। তিনি গৃহবধূ বলেই জানা গিয়েছে। তাঁদের সদ্যই বিয়ে হয়েছে বলে জানা গিয়েছে। তারা ঘটনার সময় ঘরেই ঘুমাচ্ছিলেন বলে জানা গিয়েছে। কিন্তু সেই সময় মৃতের বাবা দীপক কুমার ও ভাই মনু ছাদে ঘুমাচ্ছিলেন বলে তিনি জানিয়েছেন।
তিনি আর জানান, ওই বাড়িতে কয়েকজন ভাড়াটিয়াও থাকেন। আর তাঁদের মধ্যেই একজন আজ বৃহস্পতিবার শিবমের ঘরের দরজা খোলা দেখতে পান। আর তিনি ঘরের ভিতরে যান আর সেখানেই তিনি দম্পতির মৃতদেহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে পরিবারের অন্য সদস্যদের তিনি ডাকেন। পরিবারের লোকেরাই পুলিশে খবর দেন। পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে দেন। কারা নবদম্পতিকে এভাবে মারলেন সেসম্পকে এখন পর্যন্ত পরিবারের লোক কিছুই জানেন না। তবে, ঘটনার জন্য পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে।
পুলিশ প্রাথমিকভাবে মনে হচ্ছে, নবদম্পতির গলা একটি ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়েছে। ঘটনার সময় তারা ঘরেই ঘুমাচ্ছিলেন ছিলেন। তাহলে কিভাবে ঘটল এমন ঘটনা? কারাই বা জড়িত এই ঘটনার সঙ্গে? তা এখন পর্যন্ত পুরোটাই অজানা। কেন ই বা করা হল খুন? এই ঘটনার জন্য একটি মামলাও দায়ের করা হয়েছে। তবে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা এখনও জানা যায়নি। যদিও ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে দিয়েছেন।